EPL চ্যাম্পিয়ন হয়েও শাস্তির মুখে; বাকি হোম ম্যাচ অ্যানফিল্ডে খেলতে পারবে না লিভারপুল!

তিন দশক পর ইপিএল জিতেছে লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ক্লপের দল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 29, 2020, 05:37 PM IST
EPL চ্যাম্পিয়ন হয়েও শাস্তির মুখে; বাকি হোম ম্যাচ অ্যানফিল্ডে খেলতে পারবে না লিভারপুল!
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ইংলিশ ফুটবলে ইতিহাস গড়েও শাস্তির মুখে লিভারপুল! ইপিএলে বাকি তিনটি হোম ম্যাচ অ্যানফিল্ডে খেলা থেকে বঞ্চিত হতে পারেন মহম্মদ সালহারা। রেডস সমর্থকদের রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাস বন্ধ না হলে এমনই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

 

তিন দশক পর ইপিএল জিতেছে লিভারপুল। সাত ম্যাচ বাকি থাকতেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে ক্লপের দল। তিন দশক অপেক্ষার পর প্রিয় দলের ইপিএল জেতার আনন্দে রাস্তায় বাঁধনছাড়া উচ্ছ্বাসে মাতেন লিভারপুল সমর্থকরা। করোনা আবহে সামাজিক দূরত্বের নিয়ম শিকেয় তুলে পার্টিতে মজে থাকেন তাঁরা। লাঠিচার্জ করেও থামানো যায়নি সমর্থকদের উল্লাস। ১৫ জনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে পুলিস। করোনা পরিস্থিতির মধ্যে লিভারপুল সমর্থকদের উল্লাসকে কিছুতেই মেনে নিতে পারছে না স্থানীয় প্রশাসন।

 

রাস্তায় সমর্থকদের এই উল্লাস বন্ধ না হলে কড়া পদক্ষেপ নিতে পারে প্রশাসন। সেক্ষেত্রে বাকি তিনটি হোম ম্যাচ অ্যানফিল্ডের পরিবর্তে নিরপেক্ষ কোনও মাঠে খেলতে হবে লিভারপুলকে। এমনকি শেষ হোম ম্যাচের পর অ্যানফিল্ডে ইপিএল ট্রফি তোলার সুযোগও হারাতে হবে লিভারপুল ফুটবলারদের।

আরও পড়ুন - যুবরাজ ছ'টা ছক্কা মেরেছিলেন যে ব্রডকে, তিনিই এবার মনোবিদের দ্বারস্থ!

.