Lionel Scaloni | Lonel Messi: কাপ জয়ের ১ বছর পরেই দলের দায়িত্ব ছাড়ছেন মেসিদের কোচ!

মঙ্গলবার রিও ডি জেনিরোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের পর এক সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি কী করব তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে’। তিনি আরও বলেন, ‘আমায় এই সময়টা ভাবতে হবে’।

Updated By: Nov 22, 2023, 06:53 PM IST
Lionel Scaloni | Lonel Messi: কাপ জয়ের ১ বছর পরেই দলের দায়িত্ব ছাড়ছেন মেসিদের কোচ!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি কোপা আমেরিকা শিরোপা, একটি বিশ্বকাপ ট্রফি এবং এবার ব্রাজিলে জয়ের পরেও শুরু হয়েছে গুঞ্জন। ফুটবল বিশ্বের নজরে এবার আর্জেন্টিনা। জানা গিয়েছে লিওনেল স্কালোনি এরপরে আর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকবেন কিনা তা ভাবছেন।

মঙ্গলবার রিও ডি জেনিরোতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জয়ের পর এক সাংবাদিক সম্মেলনে স্কালোনি বলেন, ‘আমি কী করব তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে’। তিনি আরও বলেন, ‘আমায় এই সময়টা ভাবতে হবে’।

স্কালোনি বলেছিলেন যে তিনি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার আগে কিছুটা চিন্তা করবেন ‘কারণ এই জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সম্ভাব্য সব শক্তি রয়েছে এবং এটি দলকে ভাল অনুভব করাবে’।

আরও পড়ুন: Colin Jackson: শীতের কলকাতায় বিশ্বরেকর্ডধারী দৌড়বিদ! কী করতে আসছেন তিনি?

মারাকানা স্টেডিয়ামের ফলাফল ছিল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের প্রথম হোম পরাজয়।

‘এটি বিদায় নয়, এটি অন্য কিছুও নয়। তবে আমাকে ভাবতে হবে কারণ বারটি সত্যিই উঁচুতে সেট করা হয়েছে এবং এগিয়ে যাওয়া কঠিন’। স্কালোনি আরও বলেছিলেন, ‘জয় চালিয়ে যাওয়া কঠিন’।

এই মন্তব্য করার পরে তিনি অন্য কোনপ প্রশ্নের জবাব দেননি।

৪৫ বছর বয়সী স্কালোনির চুক্তি গত বছর কাতারে জয়ের পর ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অফ ১৬-র লড়াইয়ে আর্জেন্টিনা ফ্রান্সের কাছে হেরে যাওয়ার পরে কোচ হিসেবে হোর্হে সাম্পাওলির জায়গায় আসেন স্কালোনি।

আরও পড়ুন: 2027 ODI World Cup: তেইশ এখন অতীত, সাতাশের সলতে পাকানো শুরু, আগামীর খবর এখনই

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার আগে, স্কালোনিকে আর্জেন্টিনা কর্মীদের অন্যান্য সদস্যদের আবেগপূর্ণভাবে আলিঙ্গন এবং চুম্বন করতে দেখাগিয়েছে। এটি ছিল ২০২৩ সালে জাতীয় দলের শেষ ম্যাচ।

আর্জেন্টিনা ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের প্রতিযোগিতায় ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে, তারপরে উরুগুয়ে ১৩ এবং কলম্বিয়া ১২ পয়েন্ট নিয়ে রয়েছে। ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে বছর শেষ করতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল খেলবে, যার অর্থ দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয়টি দলের সরাসরি প্রবেশ করবে প্রতিযোগিতায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.