Lionel Messi | FIFA World Cup 2022: কাপ উঠতে পারে এই চার দেশের হাতে! বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন মেসি
Lionel Messi: লিও মেসি এবার জ্যোতিষীর ভূমিকায়। জানিয়ে দিলেন কোন চার দেশের হাতে উঠতে পারে বিশ্বকাপ। অবশ্যই রাখলেন নিজের দেশকে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনা ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে চলে গিয়েছে বিশ্বকাপের (FIFA World Cup 2022) শেষ আটে। আগামী শুক্রবার রাতে নেদারল্যান্ডসকে হারাতে পারলেই লিওনেল মেসির (Lionel Messi) টিম চলে যাবে সেমিফাইনালে। খেতাব জয়ের আরও কাছে পৌঁছে যাবে নীল-সাদা ব্রিগেড। লা আলবিসেলেস্তেদের কোয়ার্টার ফাইনালে তুলে মেসি বিরাট ভবিষ্যদ্বাণী করে দিলেন। জানিয়ে দিলেন এবার কোন চার দল জিততে পারে বিশ্বকাপ।
মেসি ম্যাচের পর বলেন, 'আর্জেন্টিনা পাওয়ারহাউস। সবসময় সেরাদের অন্যতম। আমরা কাপ জয়ের দাবিদার। তবে সেটা আমাদের প্রমাণ করতে হবে মাঠে নেমে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিয়েছি সেই প্রমাণ। আমরা বিশ্বকাপে সব ম্যাচ দেখার চেষ্টা করি। দেখুন ব্রাজিলও কিন্তু দারুণ খেলছে। ক্যামেরুনের বিরুদ্ধে হার বাদ দিয়েই বলব যে, ওরা অন্যতম সেরা ফেভারিট। ফ্রান্সও ভালো খেলছে। স্পেনও দারুণ। জাপানের কাছে হার বাদ দিলেও ওরা খুব ভালো খেলছে। ওদের অত্যন্ত স্বচ্ছ ধারণা রয়েছে, যে ওরা কী করছে। ওদের পা থেকে বল কাড়া খুবই কঠিন। অনেক বেশি সময়ে বল পজেসন রাখছে। ওদের হারানো কঠিন।'
আরও পড়ুন: Lionel Messi, FIFA World Cup 2022: অস্ট্রেলিয়াকে উড়িয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন লিওনেল মেসি
পরপর দুই বিশ্বকাপেরই গ্রুপ পর্যায়ে থেকে ছিটকে গিয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দেখে হতাশ মেসি। তিনি বলছেন, 'জার্মানিকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়েছি। অনেক প্রথমসারির ফুটবলার রয়েছে। একেবারে তরুণ দল। তরুণ দল সবসময় বিশ্বকাপে আলাদা হয়। আমি অবাক যে, ওরা প্রথম রাউন্ডে বেরিয়ে গেল! তবে এটাই বুঝিয়ে দেয় যে, বিশ্বকাপ কতটা কঠিন। দেশের নাম এখানে আর প্রাধান্য পায় না। মাঠে যা দেখি সেটাই সব। সকলেই প্রায় সমান হয়ে গিয়েছে। '
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেসি কেরিয়ারের ১০০০ তম ম্যাচ খেললেন। অসাধারণ গোল করেই ম্যাচ শুধু স্মরণীয় করে রাখলেন না। মেসি টপকে গেলেন তাঁর ফুটবল 'আইডল' দিয়েগো মারাদোনাকে। আর্জেন্টাইনদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তিও এখন মেসির ঝুলিতে। ২১ ম্যাচ খেলে শীর্ষে ছিলেন মারাদোনা। চলতি বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে গোল করার পর মারাদোনাকে আগেই ছুঁয়ে ফেলেছিলেন তিনি। এবার অজিদের বিরুদ্ধে গোল করে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে ছাপিয়ে গেলেন তিনি। কাপ যুদ্ধে আর্জেন্টিনার হয়ে ৯ গোল এলএম ১০-এর ঝুলিতে। তার আগে একমাত্র রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ১০।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)