গোল করে মারাদোনাকে শ্রদ্ধার্ঘ, মোটা অঙ্কের জরিমানা মেসির

স্প্যানিশ সকার ফেডারেশন মেসিকে জরিমানা করেছে।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 3, 2020, 11:41 PM IST
গোল করে মারাদোনাকে শ্রদ্ধার্ঘ, মোটা অঙ্কের জরিমানা মেসির
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: প্রয়াত কিংবদন্তি মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে বড় অঙ্কের জরিমানা গুনতে হল ফুটবল যুবরাজ লিওনেল মেসিকে। খেলার মাঠে জার্সি খুলে ফুটবলের রাজপুত্রকে শ্রদ্ধার্ঘ জানিয়েছিলেন এলএমটেন। আর তাই এবার জরিমানা বাবদ ৬০০ ইউরো দিতে হবে মেসিকে।

রবিবার ন্যু ক্যাম্পে প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে গোল উৎসর্গ করেন লিওনেল মেসি। লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ৭৩ মিনিটে গোল করার পরেই তিনি বার্সেলোনার জার্সি খুলে ফেলেন। ভিতরে ছিল নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ১০ নম্বর জার্সি। এরপর আকাশের দিকে তাকিয়ে চুম্বন ছুঁড়ে দিতে দেখা যায়।

প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে স্বকীয় ভঙ্গিতে যেভাবে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন লিওনেল মেসি তাতে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ভালবাসা কুড়িয়ে নেন। এদিকে জার্সি খুলে নিয়ম ভঙ্গ করেছেন মেসি। আর তার জন্য তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি।

স্প্যানিশ সকার ফেডারেশন মেসিকে জরিমানা করেছে। নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন কোনও ফুটবলার জার্সি খুলতে পারেন না। অন্য দলের জার্সি গায়ে দেওয়াও অপরাধ। এই নিয়মেই ৬০০ ইউরো জরিমানা করল স্প্যানিশ সকার ফেডারেশন।

আরও পড়ুন - ISL 2020-21: জয় কৃষ্ণা! শেষ মুহূর্তে রয়ের গোলে ওড়িশাকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক এটিকে মোহনবাগানের  

.