লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান অলিম্পিয়ান বলবীর সিংকে

হকি ইন্ডিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হল বলবীর সিংকে। লন্ডন, হেলসিঙ্কি, মেলবোর্ন। তিনটি অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন ৯০ বছরের বলবীর। অলিম্পিক ফাইনালে সর্বোচ্চ ৫ টি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর দখলে। হকির প্রতি তাঁর অবদানের জন্যই তাঁকে সারাজীবনের স্বীকৃতি দিল হকি ইন্ডিয়া। তাছাড়া ৩০  লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয় বলবীরের হাতে। এরই পাশাপাশি বীরেন্দ্র লাকড়া এবং বন্দনা কাটারিয়াকেও এদিন সম্মানিত করা হয়। সদ্য সমাপ্ত বিশ্ব হকি লিগে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এঁরা।

Updated By: Mar 29, 2015, 07:33 PM IST
 লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান অলিম্পিয়ান বলবীর সিংকে

ওয়েব ডেস্ক:হকি ইন্ডিয়ার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করা হল বলবীর সিংকে। লন্ডন, হেলসিঙ্কি, মেলবোর্ন। তিনটি অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় দলের সদস্য ছিলেন ৯০ বছরের বলবীর। অলিম্পিক ফাইনালে সর্বোচ্চ ৫ টি গোল করার রেকর্ডও রয়েছে তাঁর দখলে। হকির প্রতি তাঁর অবদানের জন্যই তাঁকে সারাজীবনের স্বীকৃতি দিল হকি ইন্ডিয়া। তাছাড়া ৩০  লক্ষ টাকার চেকও তুলে দেওয়া হয় বলবীরের হাতে। এরই পাশাপাশি বীরেন্দ্র লাকড়া এবং বন্দনা কাটারিয়াকেও এদিন সম্মানিত করা হয়। সদ্য সমাপ্ত বিশ্ব হকি লিগে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন এঁরা।

.