হ্যামিলটন বাঘওয়ালা!

তিনি লুইস হ্যামিলটন। ফর্মূলা ওয়ানের বাদশা। তাঁর সাহস নিয়ে কোনও প্রশ্নই থাকা উচিত নয়। মাত্র চার ফুট উচ্চতায় বসে গাড়ির গতিতে কীভাবে ঝড় তুলতে হয়, তার থেকেই দেখে এসেছে মানুষ। কিন্তু তিনি যে শুধু গাড়ির স্টিয়ারিং হাতেই সাহসি নন, বরং, একইরকম সাহসি বাঘ-সিংহের ক্ষেত্রেও সেটা এতদিন জানা ছিল না মানুষের। লুইস হ্যামিলটন গিয়েছিলেন মেক্সিকোর ব্ল্যাক জাগুয়ার হোয়াইট টাইগার ফাউন্ডেশনে। সেখানেই তিনি এনজো বলে একটি বাঘের সঙ্গে যেভাবে খেললেন, সেই ভিডিও দেখে তো লোকের চোখ ছানাবড়া। শুধু তাই নয়, লাফিয়ে ওঠা সিংহকেও ঘাড়ে, গলায় হাত বুলিয়ে দিব্যি শান্ত করে দিলেন! দেখেই নিন বরং ছোট্ট ভিডিওটা

Updated By: Jan 18, 2016, 03:39 PM IST
হ্যামিলটন বাঘওয়ালা!

ওয়েব ডেস্ক: তিনি লুইস হ্যামিলটন। ফর্মূলা ওয়ানের বাদশা। তাঁর সাহস নিয়ে কোনও প্রশ্নই থাকা উচিত নয়। মাত্র চার ফুট উচ্চতায় বসে গাড়ির গতিতে কীভাবে ঝড় তুলতে হয়, তার থেকেই দেখে এসেছে মানুষ। কিন্তু তিনি যে শুধু গাড়ির স্টিয়ারিং হাতেই সাহসি নন, বরং, একইরকম সাহসি বাঘ-সিংহের ক্ষেত্রেও সেটা এতদিন জানা ছিল না মানুষের। লুইস হ্যামিলটন গিয়েছিলেন মেক্সিকোর ব্ল্যাক জাগুয়ার হোয়াইট টাইগার ফাউন্ডেশনে। সেখানেই তিনি এনজো বলে একটি বাঘের সঙ্গে যেভাবে খেললেন, সেই ভিডিও দেখে তো লোকের চোখ ছানাবড়া। শুধু তাই নয়, লাফিয়ে ওঠা সিংহকেও ঘাড়ে, গলায় হাত বুলিয়ে দিব্যি শান্ত করে দিলেন! দেখেই নিন বরং ছোট্ট ভিডিওটা

 

.