Courtney Walsh: জাতীয় মহিলা দলের চাকরি খোয়ালেন টেস্টে ৫১৯ উইকেট নেওয়া কোর্টনি ওয়ালস!
কোর্টনি ওয়ালস ২০২০ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের হেড কোচের দায়িত্ব নেন। তাঁর কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৪টি টি-টোয়েন্টির মধ্যে সাতটি এবং ৩২টি ওয়ানডের মধ্যে ১১টি ম্যাচ জিতেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোর্টনি ওয়ালসকে (Courtney Walsh) ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের (West Indies Womens Team) কোচের পদ থেকে সরিয়ে দিল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় (South Africa) আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Womens T20 World Cup) মহিলা দল নকআউট পর্বে কোয়ালিফাই করতে পারেনি। আর তাই এমন সিদ্ধান্ত নিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এমনকি টেস্টে ৫১৯টি উইকেট নেওয়া ক্যারিবিয়ান কিংবদন্তি দুই সহকারী রবার্ট স্যামুয়েলস (Robert Samuels) এবং কোরে কলিমোরের (Corey Collymore) সঙ্গেও চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের বোর্ড।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অফ ক্রিকেট জিমি অ্যাডামস এক বিবৃতিতে বলেছেন, 'গত আড়াই বছরে কোর্টনি ওয়ালস এবং তাঁর সাপোর্ট স্টাফ যে অবদান রেখেছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আমরা তাদের মঙ্গল কামনা করছি।'
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এটাও জানিয়েছে যে, খুব দ্রুত তারা নতুন কোচ এবং অন্য সাপোর্ট স্টাফদের নিয়োগ করবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিবৃতিতে ফের লেখা হয়েছে, লিখেছে, 'কোচের বদল ঘটলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেটের উন্নয়ন চালিয়ে যাবে।'
কোর্টনি ওয়ালস ২০২০ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলের হেড কোচের দায়িত্ব নেন। তাঁর কোচিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৪টি টি-টোয়েন্টির মধ্যে সাতটি এবং ৩২টি ওয়ানডের মধ্যে ১১টি ম্যাচ জিতেছে। তাঁর আমলে দলের সবচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল ২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে সিরিজ জয়। এছাড়া ২০২২ সালে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করেছিল মহিলা দল।
দক্ষিণ আফ্রিকায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড ও ভারতের কাছে হেরে যায়। এরপরন আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও, রান রেট ও পয়েন্টের বিচারে তাদের গ্রুপে তৃতীয় স্থানে থাকতে হয়েছিল। ফলে এমন পারফরম্যান্সের জন্যই চাকরি খোয়ালেন প্রবাদপ্রতিম ওয়ালস।