নাইটদের ফাইনালে তুলেই ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মী
কেকেআরের আইপিএল ফাইনালে ওঠার অন্যতম কান্ডারী তিনি। তাঁর ১১ বলে ২৪ রানের ইনিংসে প্রসস্ত হয় প্রথম বারের জন্য নাইটদের আইপিএল ফাইনালে ওঠার পথ। কলকাতাকে ফাইনালে তুলেই নিজের ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মীরতন শুক্লা। মুখ খোলার জন্য সঠিক সময়ের অপেক্ষাতেই যেন ছিলেন তিনি।
কেকেআরের আইপিএল ফাইনালে ওঠার অন্যতম কান্ডারী তিনি। তাঁর ১১ বলে ২৪ রানের ইনিংসে প্রসস্ত হয় প্রথম বারের জন্য নাইটদের আইপিএল ফাইনালে ওঠার পথ। কলকাতাকে ফাইনালে তুলেই নিজের ক্ষোভ উগরে দিলেন লক্ষ্মীরতন শুক্লা। মুখ খোলার জন্য সঠিক সময়ের অপেক্ষাতেই যেন ছিলেন তিনি।
শুক্রবার লক্ষ্মী স্বীকার করে নেন এবছর আইপিএলে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে পুণে ওয়ারিয়র্সের হয়ে তিনি খেলতে চেয়েছিলেন। অনেকদূর কথাবার্তা এগোলেও শেষ পর্যন্ত ভেস্তে যায়। মুখে সরাসরি না বললেও লক্ষ্মী বুঝিয়ে দিয়েছেন নাইটদের প্রতি ক্ষোভ থেকেই দল পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি। গতবছর আইপিএলে লক্ষ্মীকে খুব বেশি খেলায়নি কেকেআর। সেই থেকেই কিছুটা মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে জানান লক্ষ্মী। তাঁর বক্তব্য, তিনি কী ধরণের ক্রিকেটার তা সকলেই জানেন। ফলে আলাদাভাবে তাঁর নিজেকে প্রমাণ করার কিছু নেই।
মঙ্গলবার মনোজ তিওয়ারির হ্যামস্ট্রিংয়ের চোটের কারনে মাঠের বাইরে থাকায় তাঁর বদলে লক্ষ্মীকে খেলানোর সিদ্ধান্ত নেন গম্ভীর। সুযোগ পেয়েই যথাযথ ভাবে নিজেকে প্রমাণ করেছেন লক্ষ্মী। ম্যাচের শেষে তাঁকে সঠিকভাবে ব্যবহার না করার জন্য লক্ষ্মীর কাছে ক্ষমাও চেয়ে নেন অধিনায়ক গম্ভীর।