ক্লডিয়াসের অবস্থা এখনও সংকটজনক

কিংবদন্তি হকি তারকা লেসসি ক্লডিয়াসের অবস্থা এখনও সংকটজনক। সোমবার তাঁর শরীরের অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরেই লিভারের অসুখে ভুগছেন তিনি। ক্লডিয়াসের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান হকির দুই অলিম্পিয়ান কেশব দত্ত আর গুরবক্স সিং।

Updated By: Nov 6, 2012, 09:37 PM IST

কিংবদন্তি হকি তারকা লেসসি ক্লডিয়াসের অবস্থা এখনও সংকটজনক। সোমবার তাঁর শরীরের অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছুদিন ধরেই লিভারের অসুখে ভুগছেন তিনি। ক্লডিয়াসের জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান হকির দুই অলিম্পিয়ান কেশব দত্ত আর গুরবক্স সিং।
 বিকেলে হাসপাতালে গিয়ে কিংবদন্তি হকি তারকার দ্রুত আরোগ্য কামনা করে আসেন প্রাক্তন হকি তারকা ধনরাজ পিল্লাই। চিকিত্‍সকরা জানিয়েছেন, সোমবারের থেকে মঙ্গলবার ক্লডিয়াসের অবস্থার সামান্য উন্নতি হয়েছে।

.