কোচ হওয়ার পর কুম্বলে ধোনি এবং বিরাটকে যা বললেন

ভারতীয় ক্রিকেটের যেন নতুন একটা যুগ শুরু হতে চলেছে অনিল কুম্বলের হাত ধরে। বুধবারই দেশের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটের জাম্বো। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই শুরু হবে কোচ অনিল কুম্বলের প্রথম পরীক্ষা।

Updated By: Jun 24, 2016, 10:46 AM IST
 কোচ হওয়ার পর কুম্বলে ধোনি এবং বিরাটকে যা বললেন

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের যেন নতুন একটা যুগ শুরু হতে চলেছে অনিল কুম্বলের হাত ধরে। বুধবারই দেশের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেটের জাম্বো। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই শুরু হবে কোচ অনিল কুম্বলের প্রথম পরীক্ষা।

কোচ হওয়ার পর এবার অনিল কুম্বলেকে কাজ করতে হবে ভারতের দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির সঙ্গে। ভারতীয় দলের কোচ হওয়ার পরই কুম্বলে তাঁর একদিনের এবং টি২০ দলের ক্যাপ্টেন ধোনিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান এই বলে যে, 'জিম্বাবোয়ে সিরিজে জেতার জন্য তোমাকে অভিনন্দন। খুব শীঘ্রই একসঙ্গে আমরা ভারতীয় দলে কাজ করবো।' পাশাশাশি তিনি ভারতের টেস্ট দলের ক্যাপ্টেন বিরাট কোহলিকেও শুভেচ্ছা জানান এই বলে যে, 'ধন্যবাদ বিরাট। তোমার এবং ভারতীয় দলের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'

.