প্রথম ভারতীয় হিসাবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক কেকেআর-এর কুলদীপ যাদবের
দাদারা যখন নিউজিল্যান্ডে কপালে হাত দিয়ে বসে পড়েছেন, তখন দুবাইয়ে ভাই এক কীর্তি করে বসলেন। সোমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ভারতের কুলদীপ যাদব। কানপুরের ১৯ বছরের এই স্পিনার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ভারতীয় হ্যাটট্রিককারী হিসাবে কীর্তি গড়লেন।
স্কটল্যান্ড- ৮৮। ভারত- ৯২/৫ (২২.৩ ওভার)
দাদারা যখন নিউজিল্যান্ডে কপালে হাত দিয়ে বসে পড়েছেন, তখন দুবাইয়ে ভাই এক কীর্তি করে বসলেন। সোমবার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন ভারতের কুলদীপ যাদব। কানপুরের ১৯ বছরের এই স্পিনার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ভারতীয় হ্যাটট্রিককারী হিসাবে কীর্তি গড়লেন।
কুলদীপের বোলিং জাদুতে স্কটল্যান্ড অল আউট হয়ে গেল মাত্র ৮৮ রানে। কুলদীকে এ বছরই আইপিএলের নিলামে ৪০ লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্সে কিনেছে।
কুলদীপ বল করতে আসার আগে স্কটল্যান্ডের স্কোর ছিল ১৭ ওভারে ৫৪ রানে ৩ উইকেট। সেখান থেকে ১৯ বছরের কুলদীপ জাদু দেখানো সরে করেন। মাত্র ২৮ রান দিয়ে কুলদীপ নিলেন ৪ উইকেট। কুলদীপকে যোগ্য সহায়তা দেন বাংলার আমির গনি। গনিও ২৮ রানে ৪ উইকেট নেন।
মাত্র ৮৮ রান তাড়া করতে নেমে, স্কটল্যান্ডের বিরুদ্ধে জিততে ৫ উইকেট হারিয়ে ফেলল ভারতের ছোটরা। মাত্র ২২ রানের মধ্যে ভারতের ৫ উইকেট পড়ে গিয়েছিল। শেষ অবধি মহাপতন আটকে দলকে জয়ের রাস্তা নিয়ে গেলেন সরফরাজ খান (৪৫ অপ), দীপক হুডা (২৪ অপ)।
প্রসঙ্গত, গ্রুপ লিগের প্রথম খেলায় পাকিস্তানকে ভারত হারায় ৪০ রানে।