Krunal Pandya-র টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল! হ্য়াকারের দাবি বিটকয়েন
এবার হ্যাক হল ক্রুনাল পাণ্ডিয়ার টুইটার অ্যাকাউন্টও!
নিজস্ব প্রতিবেদন: এবার টিম ইন্ডিয়ার অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়ার (Krunal Pandya) টুইটার (Twitter) অ্যাকাউন্ট হ্যাক হল! দেখে মনে হচ্ছে এটি বিটকয়েন স্ক্যামার!অর্থাৎ হ্য়াকারের দাবি বিটকয়েন। বৃহস্পতিবার সকাল ৭টা ৩১ মিনিটে ক্রুনালের অ্যাকাউন্টটি হ্যাক হয়। হ্যাকার একের পর এক টুইট করতে থাকেন ক্রুনালের অ্যাকাউন্ট থেকে। হ্যাকার জানিয়ে দেয় যে, বিটকয়েনের বিনিময়ে এই অ্যাকাউন্টটি বিক্রি আছে!
ক্রুনালই প্রথম নন, ২০২০ সাল থেকে ১০০-র বেশি হাই-প্রোফাইল টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। সমাজের প্রতিষ্ঠিত নামগুলোকে কলুষিত করে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ানোর জন্যই হ্যাকিং হচ্ছে। ক্রুনালকে শেষবার ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফির হয়ে খেলতে দেখা গিয়েছে। দেশের হয়ে পাঁচটি ওয়ানডে ও ১৯টি টি-২০ খেলা ক্রুনাল গতবছর জুলাইয়ে শেষবার দেশের জার্সিতে সাদা বলের ক্রিকেট খেলেছেন।
আরও পড়ুন: Ravi Bishnoi: জাতীয় দলে ডাক পেয়ে রবি বিষ্ণোই কৃতজ্ঞতা জানাচ্ছেন কুম্বলেকে
(@Rodony_) January 27, 2022
১২ ও ১৩ ফেব্রুয়ারি হবেআইপিএলের মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। দু'দিন ধরে বেঙ্গালুরুতে চলবে অনুষ্ঠান। মুম্বই ইন্ডিয়ান্স ক্রুনালকে আর ধরে রাখেনি, ফলে নিলামে উঠবেন তিনি। এবার আইপিএলের (IPL 2022) ১৫তম সংস্করণ দেখবে ১০ দলের লড়াই। সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) আরপিএসজি (RPSG) গ্রুপ ও বিদেশি কোম্পানি সিভিসি ক্যাপিটাল (CVC Capital) যুক্ত হয়েছে এবারণ আরপিএসজি লখনউ ও সিভিসি ক্যাপিটাল আহমেদাবাদ শহরের ফ্র্যাঞ্চাইজি নিয়েছে।