KKR IPL 2023 Schedule: কবে, কোথায়, কার বিরুদ্ধে নাইটরা? ফের ইডেনে কেকেআর, রইল শাহরুখের দলের সূচি
Kolkata Knight Riders (KKR) IPL 2023 Schedule: আইপিএলের ঢাকে কাঠি পড়ে গেল। ৩১ মার্চ থেকে শুরু আইপিএল সিক্সটিন। ২৮ মে হবে আইপিএল ফাইনাল। এবার দেখে নিন কলকাতা নাইট রাইডার্স লিগ পর্যায়ে কবে, কোথায়, কার বিরুদ্ধে খেলবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (Indian Premier League, IPL 2023) ঢাকে কাঠি পড়ে গেল। আগামী ৩১ মার্চ থেকে শুরু ক্রোড়পতি লিগ। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সন্ধে সাড়ে সাতটায় শুরু ম্যাচ। এবার জেনে নিন আইপিএল সিক্সটিনে (IPL 16) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders, KKR) লিগ পর্যায়ের ১৪ ম্যাচের সূচি। এবার ১০টি ফ্র্যাঞ্চাইজি সাতটি হোম ও সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। দু'বারের আইপিএল চ্যাম্পিয়নরা আগামী পয়লা এপ্রিল মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs KKR) অভিযান শুরু করছে। খেলা বিকেল সাড়ে তিনটের সময়। এর ঠিক পাঁচদিন পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রেয়স আইয়ারদের (Shreyas Iyer) প্রথম হোম ম্যাচ। কেকেআর তাদের অফিসিয়াল ট্যুইটার হ্য়ান্ডেলে ১৪ ম্যাচের সূচির জানিয়ে দিয়েছে। প্রতিবেদনে তা জুড়ে দেওয়া হল।
আরও পড়ুন: IPL Schedule 2023: গুরু-শিষ্য দ্বৈরথেই পর্দা উঠছে আইপিএল সিক্সটিনের! ভেন্যু, সূচি, নির্ঘণ্ট জেনে নিন
লিগ পর্যায়ে ৭০টি ম্যাচ (এর মধ্যে রয়েছে ১৮টি ডাবল হেডার, অর্থাৎ একদিনে জোড়া ম্যাচ) হবে দেশের ১২টি শহরে। রয়েছে আহমেদাবাদ (Ahmedabad), মোহালি (Mohali), লখনউ (Lucknow), হায়দরাবাদ (Hyderabad), বেঙ্গালুরু (Bengaluru), চেন্নাই (Chennai), নয়াদিল্লি (Delhi), কলকাতা (Kolkata), জয়পুর (Jaipur), মুম্বই (Mumbai), গুয়াহাটি (Guwahati) ও ধরমশালায় (Dharamsala)। এবার গ্রুপ এ-তে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI), রাজস্থান রয়্যালস (RR), কলকাতা নাইট রাইডার্স (KKR), দিল্লি ক্যাপিটালস (DC) ও লখনউ সুপারজায়ান্টস (LSG)। গ্রুপ বি-তে রয়েছে চেন্নাই সুপার কিংস (CSK), পঞ্জাব কিংস (PBKS), সানরাইজার্স হায়দরবাদা (SRH), রয়্যাল চ্যালেঞ্জার্ল ব্যাঙ্গালোর (RC) ও গুজরাত টাইটান্স (GT)। ২৮ মে হবে আইপিএল ফাইনাল।