রবিবার কলকাতা ডার্বিতে সোনার কয়েনে টস, দর্শকদের জন্য থাকছে বিমা

ডার্বিতে সুষ্ঠুভাবে ম্যাচ দেখার জন্য দুই প্রধানের সমর্থকদের কাছে আর্জি জানান আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। সেই সঙ্গে  রবিবারের মেগা ডার্বিতে দর্শকদের জন্য থাকছে বীমা। তাই আই এফ এ সচিবের ভূয়সী প্রশংসা করেন দুই প্রধানের কর্তারা।

Updated By: Sep 1, 2019, 07:48 PM IST
রবিবার কলকাতা ডার্বিতে সোনার কয়েনে টস, দর্শকদের জন্য থাকছে বিমা

সুখেন্দু সরকার

ফিফা ক্লাসিক ডার্বিতে স্থান করে নিয়েছে কলকাতা ডার্বি। রবিবার ঘরোয়া লীগের কলকাতা ডার্বি। এই প্রথমবার কলকাতা লীগের ডার্বিতে সোনার মুদ্রায় টস হবে। এমনকি ডার্বি র সেরা ফুটবলার পাবেন সেই সোনার কয়েন। 

বড় ম্যাচে প্রতিবার রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে দুই প্রধান। এবার সেই অসন্তোষ এড়াতে আগে ভাগেই আসরে নামে আইএফএ। রবিবার কলকাতা লিগের ডার্বিতে দেখা যাবে ভিন রাজ্যের রেফারিকে। সম্ভবত রবিবার বাঁশি মুখে ম্যাচ পরিচালনা করবেন শ্রীকৃষ্ণ। 

ডার্বিতে সুষ্ঠুভাবে ম্যাচ দেখার জন্য দুই প্রধানের সমর্থকদের কাছে আর্জি জানান আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। সেই সঙ্গে  রবিবারের মেগা ডার্বিতে দর্শকদের জন্য থাকছে বীমা। তাই আই এফ এ সচিবের ভূয়সী প্রশংসা করেন দুই প্রধানের কর্তারা। 

এবছর স্বাধীনতা দিবসে কাশ্মীরে তিরঙ্গা উড়েছে, আগামী বছর পাক অধিকৃত কাশ্মীরে উড়বে: দিলীপ

রবিবার নিরাপত্তার কড়াকড়ি থাকছে যুব ভারতীতে। ম্যাচ শুরু দুপুর ৩ টেয়। তার দু ঘন্টা আগে সাধারণ দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। কিন্তু ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে গেট বন্ধ করে দেওয়া হবে । ২:৪৫ এর পর আর দর্শকদের ঢুকতে দেওয়া হবে না। এমনকী কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গেটেও থাকছে সিসিটিভি।

.