বাউন্সারের যোগ্য জবাব দিয়ে কোহলির শতরান, তিনটে অর্ধশতরানে অসিদের জবাব দিচ্ছে ভারত
ভারত-৩৬৯/৫
অস্ট্রেলিয়া- ৫১৭/৭ (ডি:), ভারত-৩৬৯/৫
তৃতীয় দিনের শেষে ভারত ১৪৮ রানে পিছিয়ে
ওয়েব ডেস্ক: অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিনে অসিদের সমানে সমানে টক্কর দিল ভারত। জনসনের বাউন্সার হেলমেটে জোরে এসে ধাক্কা লেগেছিল বিরাট কোহলির, সেই বাউন্সার জবাব দুরন্ত শতরানে দিয়ে দিলেন ভারত অধিনায়ক। টেস্টে অধিনায়ক হিসাবে অভিষেক ম্যাচেই কোহলির শতরান, ও বিজয়-পূজারা-রাহানবের অর্ধশতরানে এখন কিছুটা স্বস্তিতে ভারতীয়রা। যদি শেষবেলায় খেলার গতির বিরুদ্ধে কোহলি আউট হয়ে যাওয়ায় এগিয়ে থাকা হল না ভারতের। ভারত এখনও পিছিয়ে ১৪৮ রানে। ক্রিজে আছেন রোহিত শর্মা (৩৩), ঋদ্ধিমান সাহা (১)। অ্যাডিলেডের ইতিহাস বলছে ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনে অনেক কিছু নাটকীয় ঘটনা ঘটে। ১৪৮ রানে পিছিয়ে থাকা ভারতীয়দের এখন লক্ষ্য অসিদের রানের যত কাছাকাছি যাওয়া সম্ভব যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, অসিরা ১০০ রানে এগিয়ে থাকলেও সেটা বড় হয়ে দেখা দেবে।
আগামিকাল ম্যাচের চতুর্থ দিনে প্রথম সেশনে পুরোটা ব্যাট করতে দিয়ে পারলে টেস্টে বেশ মজবুত জায়গায় চলে যাবে ভারত। কিন্তু যা করার করতে হবে রোহতি-ঋদ্ধি জুটিকেই। কারণ কর্ণ শর্মা কিছুটা ব্যাট করতে পারলেও ভারতের টেলএন্ডারদের ওপর মোটেই আস্থা রাখা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, আগামীকাল, শুক্রবার ম্যাচের প্রথম সেশনটাই টেস্টের ভাগ্য গড়ে দেবে।
অস্ট্রেলিয়া ইনিংস ডিক্লেয়ার করার পর ৫১৭ রানের বিশাল চাপের সামনে নামেন ভারতীয় ওপেনরারা। শিখর ধওয়ান একেবারে আক্রমণাত্মক শুরু করেন। কিন্তু ধাওয়ানের টেকনিকে সমস্যা প্রকট করে প্রথম ধাক্কা দেন রায়ান হ্যারসি। ধাওয়ান করেন ২৪ বলে ২৫ রান। এরপর পূজারা-বিজয় জুটি দারুণ ব্যাটিং করতে তাকেন। বিজয়-পূজারা দুজন এমনভাবে ব্যাটিং করতে থাকেন যে অসি বোলিংয়ে দিশেহারা দেখায়। যখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ম্যাচ থেকে হারিয়ে যেতে বসেছে তখনই ধাক্কা দেন জনসন। বিজয় (৫৩) কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ক্রিজে নেমে শুরুতেই জনসনের বাউন্সার এসে লাগে কোহলির হেলমেটে। কিছুটা আঘাতও পান ভারতীয় অধিনায়ক। কিছুপরে বাউন্ডারি হাঁকিয়ে জবাব দেন কোহলি। সেই শুরু,এরপর বাকিটা কোহলির দৃঢ় মানসিকতা, নিখুঁত টেকনিক, অসম্ভব ট্যালেন্টের বিস্ফোরণ শুরু হয়। টেস্টে নিজের সপ্তম শতরান পূর্ণ করে দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। তার মাঝে অবশ্য পূজারা (৭৩), দারুণ ফর্মের পরিচয় দিয়ে রাহানে (৬২) ফিরে যান।