KL Rahul দ্রুততম ভারতীয় হিসাবে গড়লেন এই অনন্য নজির, পিছনে ফেলে দিলেন Virat Kohli কে

কেএল রাহুলের মুকুটে যুক্ত হল নয়া পালক৷ ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৫০০০ রান পূর্ণ করে ফেললেন তিনি৷

Updated By: Apr 21, 2021, 07:32 PM IST
KL Rahul দ্রুততম ভারতীয় হিসাবে গড়লেন এই অনন্য নজির, পিছনে ফেলে দিলেন Virat Kohli কে

নিজস্ব প্রতিবেদন: কেএল রাহুলের মুকুটে যুক্ত হল নয়া পালক৷ পঞ্জাব কিংসের অধিনায়ক ও ভারতীয় দলের স্টার ক্রিকেটার ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ৫০০০ রান পূর্ণ করে ফেললেন৷ দ্রুততম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই অনন্য নজির স্থাপন করলেন রাহুল৷ 

বুধবার চিপকে রাহুলের পঞ্জাব কিংস (Punjab Kings) মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad)৷ রাহুলের দলকে ৯ উইকেটে হারিয়েছে ওয়ার্নার অ্যান্ড কোং৷ ওপেন করতে নেম রাহুল চূড়ান্ত ব্যর্থ হন যদিও৷ মাত্র ৪ রান করেন তিনি৷ তবুও তাঁর প্রতীক্ষিত টি-২০ রেকর্ড আটকায়নি৷ কারণ রাহুল রেকর্ড থেকে মাত্র ১ রান দূরে ছিলেন৷ এদিনের ম্যাচের আগে তাঁর রান ছিল ৪৯৯৯৷ অভিষেক শর্মার প্রথম বলেই রান নিয়ে ৫০০০ রান পূরণ করেন তিনি৷

আরও পড়ুন: IPL 2021: অবশেষে জয়ের মুখ দেখল Hyderabad, ৯ উইকেটে জিতল Punjab র বিরুদ্ধে

বিশ্বের আঙ্গিকে রাহুল রয়েছেন তাঁর সতীর্থ ক্রিস গেইলের (Chris Gayle) ঠিক পরেই৷ যিনি ৫০০০ রান করতে নিয়েছিলেন ১৩২টি ইনিংস। রাহুল ১৪৩ ইনিংসে এই মাইলস্টোন স্থাপন করলেন৷ রাহুল টপকে গেলেন অস্ট্রেলিয়ার শন মার্শকে (Shaun Marsh)৷ মার্শ ১৪৪ ইনিংসে ৫০০০ টি-২০ রান করেছিলেন৷ রাহুলের আগে ভারতীয়দের মধ্যে দ্রুততম ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলি (Virat Kohli) এই নজির গড়েছিলেন৷ কিং কোহলির লেগেছিল ১৬৭টি ইনিংস৷ তিনি টপকে গিয়েছিলেন সুরেশ রায়নাকে (১৭৩ ইনিংস)৷ এখন রাহুলই সবার ওপরে৷

.