IPL 2021: অবশেষে জয়ের মুখ দেখল Hyderabad, ৯ উইকেটে জিতল Punjab র বিরুদ্ধে

অবশেষে জয়ের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ৷ 

Updated By: Apr 21, 2021, 06:58 PM IST
IPL 2021: অবশেষে জয়ের মুখ দেখল Hyderabad, ৯ উইকেটে জিতল Punjab র বিরুদ্ধে

ঞ্জাব কিংস ১২০
সানরাইজার্স হায়দরাবাদ 
হায়দরাবাদ জয়ী ৯ উইকেটে (৮ বল হাতে রেখে) 

নিজস্ব প্রতিবেদন: হারের হ্যাটট্রিক করে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) অরেঞ্জ আর্মির৷ অবশেষে জয়ের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)৷ বুধবার চিপকে ওয়ার্নার অ্যান্ড কোং ৯ উইকেটে জিতল কেএল রাহুলের (KL Rahul) পঞ্জাব কিংসের বিরুদ্ধে (Punjab Kings)৷ 

এদিন এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস জিতে রাহুল বোলিংয়ের আমন্ত্রণ জানান ওয়ার্নারকে৷ খালিল আহমেদ (৩ উইকেট) ও অভিষেক শর্মাদের (২) দুরন্ত বোলিংয়ের সামনে পঞ্জাবের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১২০ রানে৷ স্কোরবোর্ড বলে দিচ্ছে যে, কোনও ব্যাটসম্যানই এদিন ক্রিজে দাঁড়াতে পারেননি৷ ওপেন করতে নেমে অধিনায়ক রাহুল মাত্র ৪ রান করেন৷ তিনে ব্যাট করতে নেমে ক্রিস গেইল (Chris Gayle)  ফুরিয়ে যান ১৫ রানে৷ পঞ্জাবের যুগ্ম ভাবে সর্বোচ্চ স্কোরার ময়াঙ্ক আগরওয়াল ও শাহরুখ খান৷ তাঁরা ২২ রান করে যোগ করেন৷ এক সময় মনে পঞ্জাবের ১০০ রান তোলা নিয়েই সন্দেহ দানা বাঁধছিল৷ অবশেষে ১২০ রানে অলআউট হয়ে যায় প্রীতি জিন্টার টিম৷

অত্যন্ত সহজ টার্গেট তাড়া করতে নেমে কোনও সমস্যায় পড়েনি হায়দরাবাদ৷ ওয়ার্নার ও জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) ওপেনিং জুটিতে ১১ ওভারে চলে আসে ৭৩ রান৷ ওয়ার্নার ৩৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে আউট হয়ে যান৷ এরপর বেয়ারস্টোকে সঙ্গ দিতে আসেন কেন উইলিয়ামসন (Kane Williamson)৷ এরপর দু'জন মিলে ঠান্ডা মাথায় জয়ের জন্য প্রয়োজনীয় বাকি রান তুলে ফেলেন৷ আট বল হাতে রেখেই ম্যাচ বার করে আনেন তাঁরা৷ বেয়ারস্টো অপরাজিত থাকেন ৫৬ বলে ৬৩ রানে৷ উইলিয়ামসন ১৯ বলে ১৬ রানের নটআউট ইনিংস খেলেন৷

.