IPL 2021: তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন KL Rahul
তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পঞ্জাব কিংসের অধিনায়ক
নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2021) জৈব বলয়ের সুরক্ষা ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হলেন কেএল রাহুল (KL Rahul)। তলপেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক। ওষুধে কাজ না করায় রাহুলকে এমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে যন্ত্রণা পরীক্ষা করা হয়। তখনই জানা যায় যে, রাহুলের 'অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস' হয়েছে। এখন অস্ত্রোপচারই সেরে ওঠার একমাত্র রাস্তা রাহুলের। রবিবার সন্ধ্যায় রাহুলের শারীরিক অবস্থা জানিয়ে টুইট করে পঞ্জাব কিংস। সেই টুইট শেয়ার করে টুর্নামেন্টের অরেঞ্জ ক্যাপধারীর দ্রুত আরোগ্য কামনা করেছে আইপিএল।
The Orange Cap holder of #VIVOIPL and Captain of @PunjabKingsIPL has been hospitalised. Join us in wishing him a speedy recovery. We are sure he will return stronger. https://t.co/9E3xku8tVL
— IndianPremierLeague (@IPL) May 2, 2021
আরও পড়ুন: IPL 2021: Bumrah র বলে ছক্কা হাঁকিয়ে ফ্রিজ ভাঙলেন Rayudu! রইল ভিডিয়ো
৭ ম্যাচে ৩৩১ রান করে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক রাহুল। বলাই বাহুল্য আইপিএলের বাকি মরসুমের জন্য তিনি অনিশ্চিত হয়ে গেলেন। কারণ অস্ত্রোপচারের পর তাঁকে স্বাভাবিক ভাবেই বিশ্রামে থাকতে হবে। বেশ কিছুদিন তাঁর পক্ষে খেলাধুলো করা সম্ভব হবে না। এখন দেখার পঞ্জাব কিংসের রাহুলের পরিবর্তে এদিন কাকে অধিনায়ক হিসাবে বেছে নেয়! কারণ আর কয়েক ঘণ্টা পরেই মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে পঞ্জাব। আর তার আগেই এল এই বড় ধাক্কা। গত ম্যাচেও রাহুল অসাধারণ ফর্মে ব্যাটে করেছেন। ৫৭ বলে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন তিনি।তাঁকে দেখে শারীরিক অসুস্থতার কথা আন্দাজ করা যায়নি। রাহুলের ব্যাটে ভর করেই পঞ্জাব ৩৪ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায়।