Rashid Khan: অনন্য রেকর্ড করে আইপিএল ইতিহাসে আফগান তারকা রশিদ

অসাধারণ আইপিএল রেকর্ডে নিজের নাম লেখালেন রশিদ খান (Rashid Khan)

Updated By: Apr 23, 2022, 08:18 PM IST
Rashid Khan: অনন্য রেকর্ড করে আইপিএল ইতিহাসে আফগান তারকা রশিদ
উইকেট নেওয়ার পর রশিদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদন: গুজরাত টাইটান্স (Gujarat Titans) তারকা রশিদ খান (Rashid Khan) স্পর্শ করলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) কিংবদন্তি সুনীল নারিনকে (Sunil Narine)। ক্যারিবিয়ান 'মিস্ট্রি স্পিনার'-এর পর আফগান তারকা আইপিএলের দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসাবে আইপিএলে ১০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। রশিদ শনিবার ক্রোড়পতি লিগের ষোড়শ ক্রিকেটার ও চতুর্থ বিদেশি প্লেয়ার হিসাবে আইপিএলে উইকেটের সেঞ্চুরি করলেন।

এদিন মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (Dr DY Patil Sports Academy, Mumbai) মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শনিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) গুজরাত ৮ রানে হারিয়ে দিয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কেকেআরকে (KKR)। 

এই ম্য়াচে গুজরাতের ভাইস-ক্যাপ্টেন রশিদ ভেঙ্কটেশ আইয়ারকে ফিরিয়ে দিতেই ম্যাজিক ফিগার স্পর্শ করে ফেলেন। রশিদ আইপিএলে অমিত মিশ্রর (Amit Mishra) সঙ্গে যুগ্মভাবে দ্রুততম ১০০ উইকেট নেওয়া স্পিনার হিসাবে নিজের নাম লিখিয়ে নিলেন। অমিত-রশিদ দু'জনেই ৮৩ তম আইপিএলে ১০০ উইকেট পেলেন। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ৮৪ ম্যাচে ও নারিন ৮৬ ম্যাচে এই রেকর্ড করেছিলেন। আইপিএলে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ( Lasith Malinga)। কেরিয়ারের ৭০ তম আইপিএল ম্যাচে মালিঙ্গা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এই রেকর্ড করেন।

চলতি বছর আইপিএল শুরুর আগে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) কেন উইলিয়ামসন (১৪ কোটি টাকা), আবদুল সামাদ (৪ কোটি টাকা) ও উমরান মালিককে (৪ কোটি টাকা) ধরে রাখলেও, নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয় বিশ্ববন্দিত আফগান অলরাউন্ডার রশিদকে। যা অনেককেই চমকে দিয়েছিল। ২০১৭-২০২১ পর্যন্ত রশিদ ছিলেন হায়দরাবাদ সংসারে। ৭৭ ম্যাচে নিয়েছেন ৯৪টি উইকেট। ২৩ বছরের স্পিনারকে চলতি আইপিএলের (IPL 2022) অভিষেককারী দল গুজরাত সহ-অধিনায়ক করে দলে নিয়ে এসেছে। ড্রাফটে তাঁকে ১৫ কোটি টাকায় দলে নিয়েছে আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি।

আরও পড়ুন: IPL 2022: কাজে এল না 'Russell মাসল'! KKR কে হারিয়ে লিগের 'ফার্স্ট বয়' GT

আরও পড়ুন: MS Dhoni: সামনেই টি-২০ বিশ্বকাপ, অবসর ভেঙে ফিরুন ধোনি! অনুরোধ প্রাক্তন সতীর্থের

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 

.