দেশে ফিরলেন KKR তারকা Russell ও Narine, উইন্ডিজ ক্রিকেট কৃতজ্ঞতা জানাল BCCI কে
সকলকে নিরাপদে নিজেদের ঘরে ফেরানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল বিসিসিআই।
নিজস্ব প্রতিবেদন: করোনার (COVID-19) ধাক্কায় এই মরসুমের আইপিএল (IPL 2021) স্থগিত হয়ে যায়। ধীরে ধীরে দেশ-বিদেশের ক্রিকেটার ও আইপিএলের (IPL 2021) সঙ্গে যুক্ত সকলেই নিজের দেশে ফিরে গিয়েছেন। সকলকে নিরাপদে নিজেদের ঘরে ফেরানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল বিসিসিআই (BCCI)। আইপিএলে খেলা কেকেআরের দুই তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারিন (Sunil Narine) পৌঁছে গিয়েছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সঙ্গে সেদেশের টিভি প্রোডাকশনের যুক্ত ব্যক্তিরাও। নারিন-রাসেল ও ওয়েস্ট ইন্ডিজের সকলকে সাবধানে ঘরে ফেরানোর জন্য উইন্ডিজ ক্রিকেট কৃতজ্ঞতা জানাল ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
"Our IPL players, along with the West Indians who were part of the TV production, are now safely back in the Caribbean.
We are grateful to the @BCCI and IPL Franchises for arranging their safe travel back to the Caribbean so quickly."
- CWI CEO @JohnnyGrave
@KKRiders pic.twitter.com/68ftnHRATq
— Windies Cricket (@windiescricket) May 9, 2021
আরও পড়ুন: 'এরপরেও কি আপনারা আমাকে অভিযুক্ত করবেন?' ভারতের মহিলা ক্রিকেটের প্রসঙ্গে Sourav Ganguly
অন্যদিকে মাঝপথে বন্ধ হওয়া আইপিএল (IPL 2021) চলতি বছরের সেপ্টেম্বরে ফের হতে পারে বলেই মনে করা হচ্ছিল। তবে এই বিষয়ে ধোঁয়াশা কাটিয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানালেন, এবছর আর দেশের মাটিতে সম্ভব নয় আইপিএল। তবে কি বিদেশে? এ ব্যাপারে বোর্ড প্রেসিডেন্টের বক্তব্য, "টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ড সিরিজের মাঝে ইংল্যান্ডেও আইপিএলের আয়োজন সম্ভব নয়।" আইপিলের বাকি খেলাগুলি শেষ করার জন্য স্লট খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে বিসিসিআই (BCCI) এর পক্ষে। কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ও ভারত-ইংল্যান্ড টেস্ট শুরুর আগের মধ্যবর্তী সময়েও আইপিল করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সৌরভ।