সকলকে মাস্ক পরার বার্তা দিয়ে নিজেই ভুলে গেলেন মুখাবরণের কথা! বিধিভঙ্গের জরিমানা দিলেন Rahul Tripathi
এই মরসুমে আইপিএলে (IPL 2021) কলকাতার হয়ে ভাল ফর্মেই ছিলেন রাহুল।
নিজস্ব প্রতিবেদন: দিন সাতেক আগেই রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) নিজের মাস্ক পরা ছবি টুইটারে আপলোড করেছিলেন। তিনি সকলকে মাস্ক পরার নিরাপদে থাকার বার্তা দিয়েছিলেন। তার সঙ্গে #stayhomestaysafe জুড়ে সকলকে ঘরে থাকতে বলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) ব্যাটসম্যান। কিন্তু বাস্তবে রাহুল ঠিক এর উল্টোটাই করলেন। মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়ে পুলিসকে জরিমানা দিলেন। এমনটাই রিপোর্ট ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।
পুণের কোনধাওয়ার খাদি মেশিন চকে রাহুল কোনও কারণ ছাড়াই গাড়ি নিয়ে ঘুরছিলেন। আর তখনই পুলিশ তাঁর গাড়ি থামায়। কোনধাওয়া পুলিশ স্টেশনের সিনিয়র ইনস্পেকটর সর্দার পাতিল বলেন, "লকডাউনের মধ্যে কোনও কারণ ছাড়াই ওই ক্রিকেটার গাড়ি নিয়ে ঘুরছিলেন মুখে মাস্ক ছাড়া। তাঁর গাড়িতে আরও কয়েকজন ছিল।” লকডাউন বিধিভঙ্গের অপরাজে রাহুলের থেকে ৫০০ টাকার জরিমানা নেয় পুলিস। করোনায় ভয়ঙ্কর ভাবে বিধ্বস্ত পুণেও। গতকাল সেখানে রাজ্য সরকার লকডাউনের নয়া নির্দেশিকা জারি করেছে। বলা হয়েছে পুণেতে অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত।
Wear Mask Stay Safe #stayhomestaysafe pic.twitter.com/GL5SBJxnlQ
— Rahul Tripathi (@tripathirahul52) May 21, 2021
আরও পড়ুন: IPL 2021: মরুদেশেই আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচে, ঘোষণা BCCI-এর
এই মরসুমে আইপিএলে (IPL 2021) কলকাতার হয়ে ভাল ফর্মেই ছিলেন রাহুল। তিনে ব্যাট করতে নেমে ৭ ম্যাচে ১৮৭ করেন তিনি। শোনা যাচ্ছিল তাঁকে দিয়ে ওপেন করানোর কথাই ভাবছিলেন ব্যাটিং কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। রাহুলকে ফের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ দেখা যাবে কেকেআরের হয়ে খেলতে। স্থগিত হয়ে যাওয়া আইপিএল ফের শুরু হবে সংযুক্ত আরব আমিরশাহিতে।