সচিনের অবসর বিতর্কে ঘি কিরমানির

পরিস্থিতির শিকার হয়েই সচিনকে একদিনের ক্রিকেটা থেকে অবসর নিতে হয়েছে। এমনটাই দাবি করেছেন সৈয়দ কিরমানি। বেঙ্গালুরুতে টাইটান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের ইনিংসটা তাঁর দেখা সেরা ইনিংস বললেন কিরমানি। সচিন তেন্ডুলকর একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রাক্তন ক্রিকেটাররা তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন।

Updated By: Dec 25, 2012, 09:22 PM IST

পরিস্থিতির শিকার হয়েই সচিনকে একদিনের ক্রিকেটা থেকে অবসর নিতে হয়েছে। এমনটাই দাবি করেছেন সৈয়দ কিরমানি। বেঙ্গালুরুতে টাইটান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের ইনিংসটা তাঁর দেখা সেরা ইনিংস বললেন কিরমানি। সচিন তেন্ডুলকর একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রাক্তন ক্রিকেটাররা তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি সচিনের আকস্মিক অবসরে কিছুটা ক্ষুব্ধ। তিনি মনে করেন সচিন তেন্ডুলকরের অবসরের পিছনে অন্য কোনও চাপ ছিল ।
কিরমানির অবসরের তিন বছর পর সচিনের অভিষেক হয়েছিল। একসঙ্গে খেলার সুযোগ না পেলেও ভারতের এই প্রাক্তন উইকেটরক্ষক বরাবরই সচিনের ব্যাটিং দারুণভাবে উপভোগ করতেন। তিনি বলেন, বেঙ্গালুরুতে টাইটান কাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সচিনের ইনিংসটা তাঁর দেখা সেরা ইনিংস। সচিন তেন্ডুলকর একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রাক্তন ক্রিকেটাররা তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু ভারতের প্রাক্তন উইকেটরক্ষক সৈয়দ কিরমানি সচিনের আকস্মিক অবসরে কিছুটা ক্ষুব্ধ। তিনি মনে করেন সচিন তেন্ডুলকরের অবসরের পিছনে অন্য কোনও চাপ ছিল ।
        

.