ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে ফিরলেন পোলার্ড-নারিন, নেই গেইল
প্রায় দু বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন হল মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের।
নিজস্ব প্রতিবেদন : ভারতের বিরুদ্ধে হোম সিরিজে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের দল ঘোষণা করল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন সুনীল নারিন। দলে ফিরলেন কায়রন পোলার্ডও। দলে আছেন আন্দ্রে রাসেল। কিন্তু ১৪ জনের দলে নেই 'ইউনিভার্স বস' ক্রিস গেইল। নেতৃত্বে কার্লোস ব্রেথওয়েট।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে তেসরা অগাস্ট। ফ্লোরিডায় হবে সিরিজের প্রথম প্রথম দু'টি টি-টোয়েন্টি ম্যাচ। সেই দুটি ম্যাচের জন্য আপাতত দল ঘোষণা করেছে সে দেশের ক্রিকেট বোর্ড। কানাডায় টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকবেন, তাই ভারতের বিরুদ্ধে ক্রিস গেইলের সার্ভিস পাবে না ক্যারিবিয়ানরা। বিশ্বকাপে চোট পাওয়া টি-টোয়েন্টি স্পেশালিস্ট আন্দ্রে রাসেল দলে থাকলেও ফিটনেস টেস্টে পাশ করতে তবেই মাঠে নামতে পারবেন। প্রায় দু বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন হল মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের। ২০১৮ সালে নভেম্বরের পর আবার জাতীয় দলে ডাক পেলেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট কায়রন পোলার্ড। আর চমক হিসাবে থাকছেন উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যান্থনি ব্রামবেল।
BREAKING: WEST INDIES SQUAD RELEASED FOR 1ST AND 2ND T20I vs INDIA IN FLORIDA. #ItsOurGame pic.twitter.com/gGU5Gde77E
— Windies Cricket (@windiescricket) July 22, 2019
একনজরে দেখে নেওয়া যাক ভারতের বিরুদ্ধে প্রথম দু'টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল-
কার্লোস ব্রেথওয়েট(অধিনায়ক), জন ক্যাম্পবেল, এভিন লুইস, শিমরণ হেটমায়ার, নিকোলাস পুরাণ, কায়রন পোলার্ড, রোভমান পাওয়েল, কিমো পল, সুনীল নারিন, শেলডন কর্টরেল, ওসানে থমাস, অ্যান্থনি ব্রমবেল, আন্দ্রে রাসেল, খ্যারি পিয়ের।
আরও পড়ুন - ফিফার দ্বারস্থ ইস্টবেঙ্গল-মোহনবাগান সহ আই লিগের ক্লাবেরা!