EXPLAINED | Mario Balotelli | ISL 2024-25: OMG! 'সুপার মারিয়ো'কে ফেরাল আইএসএলের এই ক্লাব! যে খবরে ঝড় বইছে ভারতীয় ফুটবলে...

Kerala Blasters snubbed chance to sign Italys Mario Balotelli: মারিয়ো বালোতেলিকে আইএসএলে খেলানোর সুযোগ পেয়েও ছেড়ে দিল কেরালা ব্লাস্টার্স! যে খবরে ঝড় বইছে ভারতীয় ফুটবলে...

Updated By: Sep 9, 2024, 04:35 PM IST
EXPLAINED | Mario Balotelli | ISL 2024-25: OMG! 'সুপার মারিয়ো'কে ফেরাল আইএসএলের এই ক্লাব! যে খবরে ঝড় বইছে ভারতীয় ফুটবলে...
মারিয়ো বালোতেলিকে ফেরাল চিরঞ্জীবীর ক্লাব!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর ঠিক হাতে গুনে ৪ দিন। তারপরেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) ১১ তম সংস্করণ। লিগের উদ্বোধনী ম্যাচ শহর কলকাতায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতবারের লিগ শিল্ড জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট এবং শিরোপা জয়ী মুম্বই সিটি এফসি (MBSG vs MCFC,  ISL 2024-25) মুখোমুখি হচ্ছে। আইএসএল শুরুর ঠিক প্রাক মুহূর্তে, এমন এক খবর চলে এল যা শুনে চমকে গেলেন ভারতীয় ফুটবল অনুরাগীরা! আইএসএল ফ্র্য়াঞ্চাইজি কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) নাকি ইতালির তারকা ফুটবলরা মারিয়ো বালোতেলিকে (Mario Balotelli) নেওয়ার সুযোগ পেয়েও ফিরিয়ে দিল! 

আরও পড়ুন: 'আজীবন মোহনবাগানেই...'! কতদিন সবুজ-মেরুনে 'ফ্লাইং কাইট'? ভাতঘুমের দুপুরে বিরাট খবর

ম্য়াঞ্চেস্টার সিটি, এসি মিলান ও লিভারপুলের মতো ক্লাবে খেলেছেন বালোতেলি। ৬ ফুট ২ ইঞ্চির ৩৪ বছরের স্ট্রাইকার ২০২৩-২০৪ মরসুমে খেলেছেন তুরস্কের আদানা ডেমিরসপোরে। কিন্তু সম্প্রতি বালোতেলি হয়ে গিয়েছেন ফ্রি এজেন্ট। তাঁকে এবার আইএসএলে দেখা যাবে বলেই খবর ছিল বাজারে। সৌজন্য়ে কেরালা। তবে সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে যে, ফুটবলে বালোতেলির 'ব্য়াড বয়' ইমেজের পাশাপাশি 'কুখ্য়াত' স্ট্রাইকারের সাম্প্রতিক ফর্ম বিচার করেই নাকি চিরঞ্জীবীদের ক্লাব তাঁকে ফিরিয়ে দিয়েছে। বালোতেলির কেরিযার যদিও তলানিতে। তিনি ইতালি এবং ফ্রান্সের দ্বিতীয় ডিভিশন সব ক্লাবেই খেলেন। প্রথমসারির ক্লাব পাওয়া তাঁর পক্ষে খুবই কঠিন।  আদানা ডেমিরসপোরে মাত্র ১৬ ম্য়াচ খেলেছেন তিনি। তারপরেই চোটে কাবু হয়ে চলে যান সাইডলাইনে।  
 
বালোতেলি বরাবরই শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলির জন্য সমস্য়া বাড়িয়েছেন। প্রায়শই ম্যানেজারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন ক্লাবে। এছাড়াও বালোতেলিকে ভোগায় চোট। এসবও ভেবেছে কেরালা। সম্প্রতি বালোতেলি লকাররুমেও আতসবাজি জ্বালিয়ে ছিলেন। কেরালা এও ভেবেছে যে, বালোতেলির মতো একজন গ্লোবাল স্টারকে সই করানো আর্থিকভাবেও অবাস্তব হবে। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর সঙ্গে এফসি গোয়ার খেলার কথা চলছিল আইএসএলে। তবে গোয়া টাকার কথা ভেবেই পিছিয়ে আসে। কেরালার ক্ষেত্রেও বালোতেলিকে নিয়ে একই ব্য়াপার হয়েছে।

আরও পড়ুন: ১৪৭ বছরে এই প্রথম! ডন-সচিন-লারাও পারেননি, এবার করে দেখালেন এই ক্রিকেটার

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.