শতবর্ষে ইস্টবেঙ্গলের 'ভারত গৌরব' কপিল দেব

বাইচুং ভুটিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করবে ইস্টবেঙ্গল ক্লাব।

Updated By: Jul 17, 2019, 08:36 PM IST
শতবর্ষে ইস্টবেঙ্গলের 'ভারত গৌরব' কপিল দেব

সুখেন্দু সরকার

শতবর্ষে ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মানে সম্মানিত হচ্ছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক ১৯৯২ সালে লাল-হলুদ জার্সিতে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলেছিলেন। ২৭ বছর পরে ইস্টবেঙ্গল কর্তাদের ভারত গৌরব সম্মানের আবদার তাই আর ফেরাননি কপিল দেব।

 

আগামী দু বছর ধরে শতবর্ষের অনুষ্ঠান উদযাপন করবে ইস্টবেঙ্গল। শতবর্ষ উপলক্ষ্যে ক্লাবের বিশেষ লোগো উন্মোচিত হল বুধবার। পয়লা অগাস্ট ক্লাব তাঁবুতে দুপুরে পতাকা উত্তোলন তারপর বিকেলে ইস্টবেঙ্গল দিবস অনুষ্ঠিত হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গল দিবসে। প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলীকেও সম্মানিত করবে ইস্টবেঙ্গল ক্লাব।


একনজরে দেখে নেব শতবর্ষে কোন-কোন ক্রীড়াবিদদের সম্মান জানাতে চলেছে ইস্টবেঙ্গল-

ভারত গৌরব সম্মানে ভূষিত হচ্ছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
জীবনকৃতী সম্মান দেওয়া হবে প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গাঙ্গুলীকে।
বাইচুং ভুটিয়াকে বিশেষ সম্মানে ভূষিত করবে ইস্টবেঙ্গল ক্লাব।
শতাব্দীর সেরা কোচের সম্মান দেওয়া হবে পিকে ব্যানার্জীকে।
ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন ড্যানমাভিয়া রালতে।

২৮ জুলাই কুমারটুলি থেকে ইস্টবেঙ্গল ক্লাব পর্যন্ত বিশাল মশাল মিছিলের মধ্যে দিয়েই শুরু হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠান।লাল-হলুদ সভ্য সমর্থকদের পাশাপাশি ক্লাবের প্রাক্তন ফুটবলাররাও উপস্থিত থাকবেন ওই মিছিলে।

আরও পড়ুন - অসমের বন্যাত্রাণে অর্ধেক বেতন দান করলেন হিমা দাস

 

.