চোটের কারণে আইপিএলে নেই রাবাদা
জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে পিঠে চোট পান প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। স্ক্যান রিপোর্টে জানা গেছে, একমাস বিশ্রাম নিতে হবে রাবাদাকে।
নিজস্ব প্রতিবেদন : আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল দিল্লি। পিঠের চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা।
We're gutted to announce that @KagisoRabada25 will be missing the upcoming VIVO @IPL due to an injury.
We wish the pacer a speedy recovery and cannot wait to see him in DD colours next season!
Take care, champ! #DilDilli pic.twitter.com/vAbJhHvj4i
— Delhi Daredevils (@DelhiDaredevils) April 5, 2018
জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে পিঠে চোট পান প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। স্ক্যান রিপোর্টে জানা গেছে, একমাস বিশ্রাম নিতে হবে রাবাদাকে। তারপর কসরত্ করে পুরোপুরি সুস্থ হতে তাঁর সময় লাগবে অন্তত তিন মাস। আইসিসি-র এক নম্বর টেস্ট বোলার রাবাদাকে তাই আইপিএলে পাবে না দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন - টি-টোয়েন্টি ক্রিকেট এবার ফুটবলের পথে বলছেন জয়বর্ধনে
আইপিএলে না খেলতে পারায় হতাশ রাবাদা টুইট করে লিখেছেন, "আইপিএল থেকে ছিটকে গিয়ে একেবারেই খুশি নই। কিন্তু এটাই জীবন। সামনে ক্রিকেটের লম্বা মরসুম। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে চাই।"
Not happy to be out of the @IPL. However, life moves on. It’s been a long season of cricket, and I can’t wait to be fit again. To the @DelhiDaredevils team, give it ‘ horns ‘. Time to rest
— kagiso rabada (@KagisoRabada25) April 5, 2018
৮ এপ্রিল পঞ্জাবের বিরুদ্ধে এবারের আইপিএলে অভিযান শুরু করছে দিল্লি। রাবাদা ছিটকে যাওয়ায় পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাই বোলিং নিয়ে একটু হলেও চিন্তা বাড়ল দিল্লি শিবিরে।