এনার জার্সির নম্বর ৯৭, কেন? কারণটা শুনলে বলবেন 'সাবাস'
খেলায় জার্সি নম্বরটা জিনিসটা খুব ইন্টারেস্টিং। ফুটবল, ক্রিকেটে নান সংখ্যার জার্সি পরে খেলেন ক্রিকেটাররা। কেউ জার্সি পরেন তাদের প্রিয় সংখ্যার জন্য। কেউ তাদের সর্বোচ্চ স্কোর বা গোল সংখ্যার নম্বর জার্সিতে পরেন। মর্নি মর্কেলের মত কেউ কেউ আবার তাদের উচ্চতার সংখ্যাটাই নম্বর হিসেবে ব্যবহার করেন।
ওয়েব ডেস্ক: খেলায় জার্সি নম্বরটা জিনিসটা খুব ইন্টারেস্টিং। ফুটবল, ক্রিকেটে নান সংখ্যার জার্সি পরে খেলেন ক্রিকেটাররা। কেউ জার্সি পরেন তাদের প্রিয় সংখ্যার জন্য। কেউ তাদের সর্বোচ্চ স্কোর বা গোল সংখ্যার নম্বর জার্সিতে পরেন। মর্নি মর্কেলের মত কেউ কেউ আবার তাদের উচ্চতার সংখ্যাটাই নম্বর হিসেবে ব্যবহার করেন।
কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরণ ব্যাটসম্যান সরফরাজ খানের জার্সি নম্বরের রহস্যটা একেবারে ব্যতিক্রমী। সরফরাজ ৯৭ নম্বর জার্সি পরে খেলেন। কারণটা হল ৯ সংখ্যাটা হিন্দিতে বললে হয় নও (Nau)। ৭ সংখ্যাটাকে হিন্দিতে বললে হল সাত (Saath)। তার মানে দুটো সংখ্যাকে পাশাপাশি রাখলে হয় নওসাত। হ্যাঁ, নওসাত (Naushad) হল সরফরাজ খানের বাবার নাম। বাবাকে এতটাই শ্রদ্ধা করেন সরফরাজ। সব সময় বাবাকে নিজের সঙ্গে নিয়ে মাঠে নামি বলেই ওই সংখ্যাটা জার্সি নম্বর হিসেবে ব্যবহার করি।