তাহিরই দেশের প্রথম সপ্তমাশ্চর্য, আমলার ২৩-এর রেকর্ড
ইউরো দেখতে দেখতে রাত কাটিয়ে ম্যাচটা হয়তো মিস করে গিয়েছেন। তাহলে একটা বড় মিস করলেন। সেন্ট কিটসে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের দুরন্ত বোলিং স্পেলটা স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তান জাত এই লেগ স্পিনার নিলেন ৪৫ রানে ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে-তে এটাই সেরা বোলিং স্পেল। অন্তত পরিসংখ্যান তাই বলছে। এর আগে সেরা ছিল কাগিসো রাবাদার (৬-১৬)।
ওয়েব ডেস্ক: ইউরো দেখতে দেখতে রাত কাটিয়ে ম্যাচটা হয়তো মিস করে গিয়েছেন। তাহলে একটা বড় মিস করলেন। সেন্ট কিটসে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহিরের দুরন্ত বোলিং স্পেলটা স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তান জাত এই লেগ স্পিনার নিলেন ৪৫ রানে ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে-তে এটাই সেরা বোলিং স্পেল। অন্তত পরিসংখ্যান তাই বলছে। এর আগে সেরা ছিল কাগিসো রাবাদার (৬-১৬)।
তাহিরের ৭-এর পাশাপাশি দলের অপর স্পিনার তাবারেজ শামসি নেন ২টি উইকেট। মানে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার ১০টি-র মধ্যে ৯টিই উইকেট নেন। এটা দক্ষিণ আফ্রিকার কাছে একটা রেকর্ড। তাহিরের দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা জিতল ১৩৯ রানে। ৭ উইকেট নিয়ে মাত্র ৫৮টি ম্যাচ খেলেন ওয়ানডে-তে উইকেট শিকারিদের একশোর ক্লাবে ঢুকে পড়লেন তাহির। একশো উইকেটের ক্লাবে তাহির হলেন চতুর্থ দ্রুততম বোলার। সাকলেন মুস্তাক, শেন বন্ড, ব্রেট লি হলেন যথাক্রমে একশোর ক্লাবে দ্রুততম ঢুকে পড়া তিন সদস্য।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৩৪৩। আমলা ৯৯ বলে ১১০ রানের দুরন্ত ইনিংস। ওয়ানডেতে আমলার এটি ২৩ তম সেঞ্চুরি। আমলাই এখন এখন ২৩টা ওয়ানডে সেঞ্চুরিতে বি্শ্বের দ্রুততম। মাত্র ১৩২টি ইনিংস খেলে আমলা ২৩টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। আমলা ভাঙলেন কোহলির রেকর্ড।
চার ম্যাচ থেলে ত্রিদেশীয় এই সিরিজে দক্ষিণ আফ্রিকা এখন সবার শীর্ষে (১০ পয়েন্ট)। অস্ট্রেলিয়া দুইয় (৯)। সবার শেষে আয়োজক ওয়েস্ট ইন্ডিজ (৮)।