ভারতীয় ফুটবলে জড়িয়ে যেতে চলেছে হোসে মোরিনহোর নাম

Updated By: Oct 5, 2017, 09:11 PM IST
ভারতীয় ফুটবলে জড়িয়ে যেতে চলেছে হোসে মোরিনহোর নাম

ওয়েব ডেস্ক : ভারতের বিশ্বকাপ ইতিহাসের সঙ্গে জড়িয়ে যেতে চলেছে হোসে মোরিনহোর নাম। বিখ্যাত পর্তুগিজ কোচের স্ট্র্যাটেজির ছাপ দেখা যেতে পারে ভারতীয় দলের কোচ মাতোসের দলের খেলায়। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউয়ের খেলা দেখে নামছেন অমরজিতরা।

আরও পড়ুন- ভারতীয় ফুটবল আর ঘুমন্ত দৈত্য নয়

নিকোলাইয়ে বিদায়ের পর চলতি বছরের মার্চে ভারতীয় দলের দায়িত্বে এসেছিলেন মোরিনহোর দেশের কোচ মাতোস আর তার সহকারি মার্টিন্স। পর্তুগিজ কোচ হওয়ায় মাতোসের কোচিংয়ের রন্ধে রন্ধে বিখ্যাত পর্তুগিজ কোচ মোরিনহোর ছায়া। ইউএসএ-র  বিরুদ্ধে মাঠে নামার আগে অভিজিত,অমরজিতরা খুঁটিয়ে দেখেছেন ইপিএলে ম্যান ইউ বনাম সাউথাম্পটনের ম্যাচ। সেই ম্যাচে মোরিনহোর স্ট্র্যাটেজি আনোয়ার আলিদের হাতে ধরে দেখিয়ে দিয়েছেন মাতোস। শুধু মোরিনহোর দলের খেলাই নয়। চ্যাম্পিয়ন্স লিগের একাধিক ম্যাচ দেখে নামছে মাতোস ব্রিগেড। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নামলেও তারা যে শুধু ডিফেন্স করবে না,সেটা স্পষ্ট করে দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং কিছুটা হুঙ্কারের সুরেই অমরজিতরা জানাচ্ছেন যে তাদের হালকাভাবে নিলে পস্তাতে হবে।

 

.