Joe Root | NZ vs ENG: অবিশ্বাস্য! এতদিন যা ছিল সচিনের তা এখন রুটের, সর্বকালীন রেকর্ডে ইতিহাস ইংরেজের...
Joe Root: সচিন তেন্ডুলকরকে টপকে ইতিহাস লিখলেন জো রুট
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেন স্টোকসের (Ben Stokes) ইংল্যান্ড এসেছে নিউ জিল্যান্ডে (NZ vs ENG)। ইংরেজরা তিন ম্যাচের টেস্ট সিরিজ (England tour of New Zealand 2024-25) খেলছে টম লাথামদের বিরুদ্ধে। ক্রায়েস্টচার্চে প্রথম টেস্ট ব্রিটিশরা ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল। হেগলে ওভালে টস হেরে নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে ৩৪৮ রান করেছিল। জবাবে ইংল্যান্ড তুলেছিল ৪৯৯। দ্বিতীয় ইনিংসে কিউয়িরা ২৫৪ রানে গুটিয়ে যায়। ১২.৪ ওভারে স্টোকসরা জয়ের প্রয়োজনীয় ১০৪ রান তুলে নেয়। আর এই টেস্টে মাইলস্টোন গড়েছেন জো রুট (Joe Root)। খবরে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও স্টার ব্যাটার।
আরও পড়ুন: ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে ফের আইএসএল শীর্ষে মোহনবাগান!
এতদিন যা ছিল কিংবদন্তি সচিন তেন্ডুলকরের তা এখন রুটের! সর্বকালীন রেকর্ডে ইতিহাস লিখলেন রুট। তাঁর কেরিয়ারের ১৫০ নম্বর মাইলস্টোন টেস্টে, প্রথম ইনিংসে ফিরেছিলেন খালি হাতে। দ্বিতীয় ইনিংসে তিনি ১৫ বলে ২২ রান করেন। আর এই রানেই যা করার তিনি করে দেন। এতদিন পর্যন্ত টেস্ট ক্রিকেটের চর্তুথ ইনিংসে সর্বাধিক রানশিকারি ছিলেন সচিন (১৬২৫)। রুট তাঁকেই টপকে গেলেন। তাঁর এখন সংগ্রহে ১৬৩০ রান। টেস্ট ক্রিকেটের চর্তুথ ইনিংসে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিনে ও চারে থাকলেন অ্যালেস্টার কুক ও গ্রেম স্মিথ। পাঁচে শিবনারিন চন্দ্রপল।
আরও পড়ুন: ভাগ্যের চাকা ঘোরাল দুরন্ত লাল-হলুদ, 'পাহাড়' টপকে এল স্বস্তির তিন পয়েন্ট
দেখে নেওয়া যায় টেস্টের চর্তুথ ইনিংসে সর্বাধিক পাঁচ রানশিকারি যাঁরা
১৬৩০- জো রুট
১৬২৫- সচিন তেন্ডুলকর
১৬১১- অ্যালেস্টার কুক
১৬১১- গ্রেম স্মিথ
১৫৮০- শিবনারিন চন্দ্রপল
আগামী শুক্রবার ইংল্যান্ড- নিউ জিল্যান্ডে দ্বিতীয় টেস্ট খেলবে ওয়েলিংটনে
আরও পড়ুন: 'একেবারে বিভ্রান্তিকর'! WTC-র বেনজির সমালোচনায় স্টোকস, ফাইনালে ইংরেজদের চোখ নেই!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)