এশীয় ক্রিকেট সংস্থার মসনদে অমিত-পুত্র Jay Shah

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মসনদে বিসিসিআই সচিব জয় শাহ।  

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 30, 2021, 10:32 PM IST
এশীয় ক্রিকেট সংস্থার মসনদে অমিত-পুত্র Jay Shah
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন এক বছরের বেশি সময় ধরে। এবার জয় শাহর মুকুটে নতুন পালক। এশিয়ার ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। এদিন সর্বসম্মতভাবে বেছে নেওয়া হয় তাঁকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় এলেন তিনি।

২৪ জন সদস্য নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রত্যেকেই জয় শাহর প্রেসিডেন্ট নির্বাচন মেনে নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও কোনওরকম বাধা সামনে আসেনি বলেই খবর।

 

আরও পড়ুন-  Jasprit Bumrah-র বোলিং অ্যাকশনে বদল! নেটদুনিয়ায় হইচই

 

বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে নিয়ে আসেন। তাঁর মতে, এশিয়ান ক্রিকেটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবেন জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসেবেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মসনদে বিসিসিআই সচিব জয় শাহ।  

আরও পড়ুন- ISL 2020-21: Kerala Blasters-এর বিরুদ্ধে জয়ের খোঁজে ATK Mohun Bagan

.