IND vs PAK | ICC World Cup 2023: 'আগে ভারত আসবে, তারপর আমরা যাব', মহারণ নিয়ে হচ্ছেটা কী!

Javed Miandad does not want Pakistan to tour India: জাভেদ মিয়াঁদাদ সাফ বলছেন যে, পাকিস্তানের কোনও প্রয়োজন নেই ভারতে খেলতে যাওযার। কারণ ভারতে না খেললেও পাকিস্তানের কোনও প্রভাব পড়বে না। ফুঁসছেন প্রাক্তন পাক কিংবদন্তি।

Updated By: Jun 19, 2023, 02:17 PM IST
IND vs PAK | ICC World Cup 2023: 'আগে ভারত আসবে, তারপর আমরা যাব', মহারণ নিয়ে হচ্ছেটা কী!
আবার বিস্ফোরক প্রাক্তন পাক মহারথী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  পিসিবি-র (PCB) হাইব্রিড মডেল মেনেই এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন করছে এসিসি (ACC)। পাকিস্তানের পাশাপাশি খেলা হবে শ্রীলঙ্কাতেও। এরপর পিসিবি খুশিতে ডগমগ হয়েই ভারত ও এসিসি-কে ধন্যবাদ জানিয়েছে। কিন্তু বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের নাটক অব্যাহত। পাকিস্তান একেক সময় একেক কথা বলছে। একবার বলছে ভেন্যু বেছেই তারা খেলবে। আবার বলছে যে, দলের শক্তি ও দুর্বলতা বুঝেই তারা প্রতিপক্ষের বিরুদ্ধে মনের মতো ভেন্যুতে খেলবে। এসবের মধ্যেই পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার বলছেন যে, ভারত যেমন পাকিস্তানে খেলতে আসে না, তেমনই পাকিস্তানের উচিত ভারতে খেলতে না যাওয়া। সম্প্রতি এই সুরেই গলা চড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad )

পাক মহারথী মিয়াঁদাদ বলেছেন, 'পাকিস্তান ২০১২ ও ২০১৬ সালে ভারতে গিয়ে খেলেছে। আমার হাতে যদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকত, তাহলে আমি কখনও ভারতে গিয়ে কোনও ম্যাচ খেলতাম না। আমরা সবসময় ওদের ওখানে গিয়ে খেলতে প্রস্তুত। কিন্তু ওরা কখনও একই ভাবে আমাদের সাড়া দেয়নি। পাকিস্তান ক্রিকেট অনেক বড়। আমরা এখনও কোয়ালিটি প্লেয়ার তৈরি করে চলেছি। আমার মনে হয় না যে, ভারতে গিয়ে না খেললে কোনও ফারাক পড়বে আমাদের। আমি বারবার বলেছি যে, কেউ তার পড়শি দেশ বেছে নিতে পারে না। ভালো হয়ে একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাওয়া। আমি সবসময় বলেছি যে, ক্রিকেট এমন একটা খেলা, যেটা মানুষকে কাছে টানে। দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি, অভিযোগ দূরে সরাতে পারে। ওরা এশিয়া কাপ খেলতেও আসছে না। এবার আমাদের কড়া অবস্থান নিতে হবে।'

আরও পড়ুন: IND vs PAK | ICC World Cup 2023: বাবররা নতুন কাঁদুনি গাইছেন, নির্বাচিত মাঠই তাঁদের জুজু! সমস্যা প্রতিপক্ষও

বিশ্বকাপের সূচি এখনও প্রকাশিত হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে, কাপ যুদ্ধের শুরুতেই কোয়ালিফায়ার খেলে আসা দুই দলের মুখোমুখি হবেন বাবর আজমরা। তারপরেই ১৫ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে 'মাদার অফ অল ব্যাটল'। সূত্রের খবর চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কলকাতাতে দু’টি করে ম্যাচ খেলবে পাকিস্তান। ইডেনে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাক দল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.