শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেন বুমরাহ- ধাওয়ান, শামি-রোহিতকে টি-২০ তে বিশ্রাম
৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।
নিজস্ব প্রতিবেদন: চোট সারিয়ে নতুন বছরেই জাতীয় দলে ফিরলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। চোট সারিয়ে দলে কামব্যাক করলেন শিখর ধাওয়ানও। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হল রোহিত শর্মা ও মহম্মদ শামিকে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের দলে রয়েছেন রোহিত-শামি। শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের জন্য সোমবার ভারতীয় দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচকরা।
হাঁটুতে চোট থাকার কারণে এতদিন দলের বাইরে ছিলেন শিখর ধাওয়ান। অন্যদিকে পিঠে চোটের জন্য ক্রিকেট থেকে দুরে ছিলেন বুমরাহ। ফিট হওয়ার পর ভাইজ্যাগে ভারতীয় দলের সঙ্গে নেটে অনুশীলন করেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দল বেছে নেন নির্বাচকরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা এবং মহম্মদ সামিকে।
# এক নজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল:
বিরাট কোহলি(অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, শিবম দুবে, যুজভেন্দ্র চাহল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শর্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জশপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর।
India’s T20 squad against Sri Lanka: Virat Kohli (Capt), Shikhar Dhawan, KL Rahul, Shreyas Iyer,Manish Pandey, Sanju Samson, Rishabh Pant (wk), Shivam Dube, Yuzvendra Chahal, Kuldeep Yadav,Ravindra Jadeja, Shardul Thakur, Navdeep Saini, Jasprit Bumrah, Washington Sundar#INDvSL
— BCCI (@BCCI) December 23, 2019
# এক নজরে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দল:
বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, কেদার যাদব, ঋষভ পন্থ, শিবম দুবে, যুজভেন্দ্র চাহল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, শর্দুল ঠাকুর, নভদীপ সাইনি, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।
India’s ODI squad against Australia: Virat Kohli (Capt),Rohit Sharma (vc), Shikhar Dhawan, KL Rahul,Shreyas Iyer, Manish Pandey, Kedar Jadhav, Rishabh Pant (wk, Shivam Dube, Ravindra Jadeja, Yuzvendra Chahal,Kuldeep Yadav, Navdeep Saini,Jasprit Bumrah,Shardul Thakur, Mohd. Shami.
— BCCI (@BCCI) December 23, 2019
৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। জানুয়ারির ১৪ তারিখ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবেন কোহলিরা। দুটি সিরিজই ঘরের মাঠে খেলবে ভারত। আর দুই সিরিজেই টিম ইন্ডিয়ার নেতৃত্বে বিরাট কোহলি।
আরও পড়ুন - কনিষ্ঠতম পেসার হিসাবে টেস্টে ৫ উইকেট নিয়ে নজির গড়লেন নাসিম