কনিষ্ঠতম পেসার হিসাবে টেস্টে ৫ উইকেট নিয়ে নজির গড়লেন নাসিম

১৬ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে আমিরকে পেছনে ফেলে দিলেন নাসিম।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Dec 23, 2019, 07:58 PM IST
কনিষ্ঠতম পেসার হিসাবে টেস্টে ৫ উইকেট নিয়ে নজির গড়লেন নাসিম

নিজস্ব প্রতিবেদন:  করাচিতে নজির গড়লেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। কনিষ্ঠতম পেস বোলার হিসাবে টেস্টে পাঁচ উইকেট নিলেন তরুণ এই পাক পেসার।

করাচি টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ রানে ৫উইকেট নেন নাসিম। ১৬ বছর ৩০৭ দিন বয়সে পাঁচ উইকেট নিলেন এই পাক পেসার।  এতদিন এই রেকর্ড মহম্মদ আমিরের (১৭ বছর ২৫৭ দিন) দখলে ছিল। ১৬ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে আমিরকে পেছনে ফেলে দিলেন নাসিম। তবে টেস্টে কনিষ্ঠতম বোলার হিসাবে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড পাকিস্তানেরই নাসিম উল ঘানির (১৬বছর ৩০৩দিন) দখলেই থাকল।

নাসিম শাহের আগুনে বোলিংয়ে করাচি টেস্টের পঞ্চম দিন মাত্র ১৪ মিনিটেই টেস্ট জিতে নেয় পাকিস্তান। ৪৭৬ রান তাড়া করতে নেমে ২১২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।  

আরও পড়ুন - Round Up 2019: ওয়ান ডে -তে সবচেয়ে বেশি উইকেট নিয়ে বছর শেষ করলেন ভারতের এই পেসার

 

Tags:
.