অ্যান্ডারসন-ব্রডের উচ্চতায় পৌঁছতে পারে বুমরাহ: ওয়ালশ

প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন ক্যারাবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Aug 31, 2020, 09:27 PM IST
অ্যান্ডারসন-ব্রডের উচ্চতায় পৌঁছতে পারে বুমরাহ: ওয়ালশ
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: স্রেফ ১২ টা টেস্ট খেলেই বোলারদের ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এসেছিলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। ছোট্ট টেস্ট কেরিয়ার হলেও ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টনি ওয়ালশ দারুন সম্ভাবনাময় এক ভবিষ্যত দেখছেন বুমরাহর মধ্যে। তাঁর মতে জেমস অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডের পর্যায়ে পৌঁছানোর সামর্থ্য রয়েছে ভারতীয় পেসারের মধ্যে।

প্রথম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন ক্যারাবিয়ান পেসার কোর্টনি ওয়ালশ। বর্তমানে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ৬ নম্বরে রয়েছেন তিনি। কয়েকদিন আগেই প্রথম পেসার হিসেবে টেস্টে ৬০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে টেস্টে ৫০০উইকেটে এলিট ক্লাবে প্রবেশ করেন স্টুয়ার্ট ব্রডও। এদিকে মাত্র ১৪ টেস্টে ৬৮ উইকেট নেওয়া ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহকে নিয়ে বেশ আশাবাদী ওয়ালশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজে পেয়েছেন ইনিংসে ৫ টি করে উইকেট।

এক সাক্ষাৎকারে ওয়ালশ বলেন, " সাফল্যের খিদে থাকলে অনেক দূর যাবে বুমরাহ। অ্যান্ডারসন-ব্রডদের পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা আছে বুমরাহর মধ্যে। ও খুবই দক্ষ একজন বোলার। তার রান আপ নিয়ে মজা করে অনেকে! সে যদি ফিট থাকে তবে ক্রিকেটের সব ফরম্যাটেই নিজের ছাপ রাখতে পারবে বলে মনে হয় আমার।"

 

আরও পড়ুন - পাক অধিনায়ক বাবর আজমকে 'গরু' বললেন শোয়েব আখতার!

.