Jasprit Bumrah, ENG vs IND: ওভারে ৩৫ রান! লারার রেকর্ড ভেঙে যুবরাজকে মনে করালেন 'বুম বুম বুমরা', ভিডিয়ো ভাইরাল
ভারতের ইনিংসের সেই ৮৪ তম ওভারে বল করতে আসেন ব্রড। বুমরাকে শর্ট বল করেন। ব্যাটের কাণায় বল লেগে চার হয়ে যায়। দেখে মনে হচ্ছিল, জেমস অ্য়ান্ডারসনকে শর্ট বল করার জন্য তিনি বুমরার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টুয়ার্ট ব্রডকে (Stuart Broad) মেরে যুবরাজ সিং-কে (Yuvraj Singh) মনে করালেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে (WT20) এই ব্রডের বিরুদ্ধে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন যুবি। এ বার এজবাস্টনে ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান নিলেন টিম ইন্ডিয়ার (Team India) স্টপগ্যাপ অধিনায়ক বুমরা। ৪,৫, ৬ (নো বল-১), ৪, ৪, ৪, ৬, ১ = ৩৫ রান নিয়েছেন 'বুম বুম বুমরা'। জানিয়ে রাখা ভাল টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ওভারে এটাই সর্বোচ্চ রান। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ব্রায়ান লারা (Brian Lara)। তিনি ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার (South Africa) রবিন পিটারসনের (Robin Peterson) বলে ২৮ রান নিয়েছিলেন। বুমরা সেই রেকর্ড নিজের নামে করে নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রাক্তন অধিনায়ক দুই নম্বরে নেমে এলেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার (Australia) জর্জ বেলি (George Bailey)। তিনি ২০১৩ সালে জেমস অ্যান্ডারসনের (James Anderson) বিরুদ্ধে ২৮ রান নিয়েছিলেন। চারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি কেশব মহারাজ (Keshav Maharaj)। তিনি জো রুটের বিরুদ্ধে ২০২০ সালের পোর্ট এলিজাবেথ টেস্টে ২৮ রান করেন।
Raaj Thakur (@raajthakor73) July 2, 2022
শনিবার সকালে ভারতের শুরুটা তেমন ভাল হয়নি। রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) শতরান ছাড়া ভারতীয়দের মুখে হাসি ফোটানোর মতো তেমন কিছুই ছিল না। কিন্তু ইংল্যান্ড নতুন বল পাওয়ার পর ৮৪ তম ওভার ভারতীয় সমর্থকদের মুখে হাসি এনে দেন তিনি। শুধু হাসি এনে দিয়েছে যে তা নয়, রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েন ভারতীয় সমর্থকরা। ভারতীয় খেলোয়াড়দেরও বাড়তি অ্যান্ড্রিনালিন ক্ষরণ করিয়েছে।
BCCI (@BCCI) July 2, 2022
ভারতের ইনিংসের সেই ৮৪ তম ওভারে বল করতে আসেন ব্রড। বুমরাকে শর্ট বল করেন। ব্যাটের কাণায় বল লেগে চার হয়ে যায়। দেখে মনে হচ্ছিল, জেমস অ্য়ান্ডারসনকে শর্ট বল করার জন্য তিনি বুমরার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন। সেটা করতে গিয়ে আরও প্যাঁচে পড়েন ব্রড। দ্বিতীয় বলটা শর্ট করেন। ব্যাটার এবং উইকেটকিপারের মাথার উপর দিয়ে পাঁচ রান হয়।
পরের বলটিও বুমরার ব্যাটের কাণায় লাগে। এ বার তো ছক্কা মারেন অধিনায়ক। গোদের উপর বিষফোঁড়ার মতো ক্রিজের বাইরে পা ছিল ব্রডের। ফলে নো বল ডাকা হয়। ফ্রি হিটে ফুলটস উপহার দেন ব্রড। মিড অনের দিয়ে সপাটে চার মারেন বুমরা। পরের বল আবার ব্যাটের কাণায় লেগে চার হয়ে যায়। পরের বলটা ডিপ স্কোয়ার লেগের বাউন্ডারিতে পাঠিয়ে দেন বুমরা। মাটিতেও পড়েও যান ভারতের অধিনায়ক। পঞ্চম বলে একেবার ক্যারিবিয়ান স্টাইলে ছক্কা মারেন। অর্থাৎ পাঁচটি বৈধ বলে ৩৪ রান উঠে যায়। শেষ বলটা ইয়র্কার করেন ব্রড। তাতে এক রান নেন বুমরা। এর ফলে সব মিলিয়ে ব্রডের ওভারে ৩৫ রান ওঠে।
আরও পড়ুন: Wriddhiman Saha: মনোজ-অভিমন্যুদের শুভেচ্ছা জানিয়ে বাংলাকে বিদায় জানালেন ঋদ্ধি