হাতির চাপায় উদয়েই অস্ত গেল সূর্যোদয়ের দেশ, ফালকাওকে ছাড়াও ফাটাফাটি জয় কলম্বিয়ার

শক্তি বনাম গতির লড়াইয়ে জিতল শক্তিই। তারুণ্যের শক্তিকে রুখে দিল অভিজ্ঞতা। বিশ্বকাপে গ্রুপ সির ম্যাচে জাপানকে হারাল আইভরি কোস্ট। ম্যাচের ১৬ মিনিটে কে হোন্ডার গোলে এগিয়ে যায় জাপান।

Updated By: Jun 15, 2014, 10:24 AM IST

আইভরি কোস্ট (২) জাপান (১)
কলম্বিয়া (৩) গ্রিস (১)

শক্তি বনাম গতির লড়াইয়ে জিতল শক্তিই। তারুণ্যের শক্তিকে রুখে দিল অভিজ্ঞতা। বিশ্বকাপে গ্রুপ সির ম্যাচে জাপানকে হারাল আইভরি কোস্ট। ম্যাচের ১৬ মিনিটে কে হোন্ডার গোলে এগিয়ে যায় জাপান।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফের হাতির দেশ হিসাবে পরিচিত আইভরি কোস্ট। ম্যাচের ৬৪ মিনিটে গোল শোধ করেন আইভরি কোস্টের উইলফ্রেড বনি। ৬৬ মিনিটে আইভরি কোস্টের পক্ষে ব্যবধান বাড়ান জারভিনো। এরপর একাধিকবার চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি জাপান। এই প্রথম বিশ্বকাপে কোনও আফ্রিকার দলের কাছে হারল জাপান।

বেলো হরিজনটের এসটাডিও মিনেরাও স্টেডিয়ামে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল কলম্বিয়া। শনিবার এক পেশে ম্যাচে গ্রিসকে ৩-০ গোলে হারাল হোসে পেকারম্যানের দল। বিশ্বকাপের আগেই রাডামেল ফালকাও ছিটকে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন কলম্বিয়ান কোচ। কিন্তু সেই ধাক্কা ভুলে গ্রুপ সি-য়ের প্রথম ম্যাচে দুরন্ত খেলল কলম্বিয়া। ম্যাচের পাঁচ মিনিটের মাথায় গোল মুখ খোলে কলম্বিয়া দল। গোল করে দলকে এগিয়ে দেন প্যাবলো আরমেরা।

তারপর আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোল করতে পারেনি দুপক্ষই। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোল করতে ব্যর্থ হয় গ্রিস। উল্টে ম্যাচের ৫৮ মিনিটে কলম্বিয়ার হয়ে ব্যবধান বাড়ান গুটিয়েরেজ। যখন মনে হচ্ছিল দুই গোলের ব্যবধানে জিতছে চলেছে কলম্বিয়া, ঠিক সেই সময় গ্রিসের কফিনে শেষ পেরেকটি পোতেন রড্রিগেজ। ইনজুরি টাইমে গোল করেন তিনি। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কলম্বিয়া। বিশ্বকাপে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে কলম্বিয়া ও গ্রিস। সেই ম্যাচে দুগোলে জিতেছিল কলম্বিয়া।

.