সাড়ে ৬০০ কোটি টাকা খসিয়ে বিশ্বকাপের 'জেমস বন্ড'কে দলে নিল রিয়াল
মাদ্রিদ: ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুটের মালিককে সই করাল রিয়াল মাদ্রিদ।
মাদ্রিদ: ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুটের মালিককে সই করাল রিয়াল মাদ্রিদ। ৬ বছরের চুক্তিতে কলম্বিয়ার ২৩ বছরের এই ফুটবলারকে দলে নিল রিয়াল। রেকর্ড ৬৫০ কোটি টাকার ($108 million) বিনিময়ে মোনাকো থেকে স্পেনের এই ক্লাবে এলেন জেমস। বিশ্বকাপের অপর তারাকা জার্মানির টনি ক্রুসকে দলে নেওয়ার পর আগামী মরসুমে জেমস হল রিয়ালের দ্বিতীয় বড় চমক। মেডিক্যাল টেস্টে পাশ করার পর এদিনই সরকারি ভাবে জেমস রডগিরেগেজর নাম ঘোষণা করল রিয়াল। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বিশ্বকাপে মোট ৬টি গোল করেন জেমস রডরিগেজ।
আগামী মরসুমে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে খেলতে দেখা যাবে কলম্বিয়ার জেমস রডরিগেজকে। যার মানে দাঁড়াল এবার ফুটবলপ্রেমীদের রাতজাগা শুরু হবে এম এন বনাম ডবল আর-এর লড়াই দেখতে। এম এন মানে মেসি -নেইমার বনাম ডবল আর মানে রোনাল্ডো-রডরিগেজের দ্বৈরথ।
বার্সিলোনার মেসি- নেইমারের সঙ্গে এবার রিয়ালের রোনাল্ডো-রডরিগেজের লড়াই জমে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।