লর্ডসে 'সেঞ্চুরি' করলেন অ্যান্ডারসন!
ওপেনার মুরলী বিজয়কে ফিরিয়ে দিতেই এই কীর্তি স্থাপন করলেন জেমস অ্যান্ডারসন৷
নিজস্ব প্রতিবেদন : ক্রিকেটের মক্কায় 'সেঞ্চুরি' করলেন ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন। লর্ডসের ঐতিহ্যশালী অনার্স বোর্ডে একঝাঁক শতরানকারীন নাম শোভা পেলেও এবার থেকে আলাদা করে নজর কাড়তে বাধ্য হবেন জিমি।
আরও পড়ুন - ব্রড-অ্যান্ডারসনদের দাপটে লর্ডসে লজ্জার হার ভারতের
ক্রিস ওকসের শতরান মিলিয়ে লর্ডসে ব্যাট হাতে টেস্ট সেঞ্চুরি রয়েছে মোট ২৩৭টি৷ তবে ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন যে নজির গড়লেন, তা বিরল তো বটেই, শ্রীলঙ্কার বাইরে ক্রিকেটবিশ্বের আর কোথাও এমন রেকর্ড নেই কারও৷ লর্ডসে একশো টেস্ট উইকেট নেওয়ার অনন্য নজির গড়লেন জিমি৷ রবিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেনার মুরলী বিজয়কে ফিরিয়ে দিতেই এই কীর্তি স্থাপন করলেন জেমস অ্যান্ডারসন৷
What a jaffa! wickets at Lord's for @jimmy9!
Scorecard/Videos: https://t.co/QaHxVc4jQO#ENGvIND pic.twitter.com/F51SU5EzMg
— England Cricket (@englandcricket) August 12, 2018
কোনও একটি টেস্ট ভেনুতে একশো উইকেট নেওয়ার নিরিখে অ্যান্ডারসন ছুঁয়ে ফেললেন কিংবদন্তি মুথাইয়া মুরলিধরণকে৷
@jimmy9 celebrates the moment he joined Muttiah Muralitharan as the only players to pick up 100 Test wickets at a single venue.#ENGvIND#LoveLords pic.twitter.com/kpf0yL9tyl
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 12, 2018
অ্যান্ডারসনের আগে একমাত্র মুরলিধরণই এমন কৃতিত্ব দেখিয়েছেন৷ তাও আবার একটি মাঠে নয়, তিন-তিনটি টেস্ট কেন্দ্রে একশোর বেশি উইকেট রয়েছে লঙ্কান স্পিনারের৷ কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ১৬৬টি, ক্যান্ডিতে ১১৭টি এবং গলে ১১১টি উইকেট নিয়েছেন মুরলিধরণ৷
Test wickets for @jimmy9 at @HomeOfCricket - what an achievement!#ENGvIND #howzstat pic.twitter.com/X5gkNt3mBc
— ICC (@ICC) August 12, 2018
লর্ডসে বিজয়ের উইকেটটি একাধিক দিক দিয়ে অ্যান্ডারসনের কাছে মাইলস্টোন হয়ে গেল। টেস্ট ক্যারিয়ারে এটি অ্যান্ডারসনের ৫৫০তম উইকেট৷ এছাড়া বিজয় ১৫০ তম ওপেনার হিসাবে জিমির শিকার হলেন৷ লর্ডস টেস্টে প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট তুলে নেন জেমস অ্যান্ডারসন।