WTC Final ও ইংল্যান্ড টেস্টের জন্য দল ঘোষণা করল BCCI, ফিরেলন Jadeja, সুযোগ পেলেন না Pandya

আইপিএল আপাতত অতীত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভুলে ফের একবার মাঠে নামছে টিম ইন্ডিয়া। 

Updated By: May 7, 2021, 07:17 PM IST
WTC Final ও ইংল্যান্ড টেস্টের জন্য দল ঘোষণা করল BCCI, ফিরেলন Jadeja, সুযোগ পেলেন না Pandya

নিজস্ব প্রতিবেদন: আইপিএল (IPL 2021) আপাতত অতীত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভুলে ফের একবার মাঠে নামছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলিদের (Viart Kohli) আগামী গন্তব্য ইংল্যান্ড। কয়েকটা দিন বিশ্রাম নিয়েই রবি শাস্ত্রীর (Ravi Shastri) শিষ্যরা চার মাসের লম্বা সফরে যাচ্ছে ব্রিটিশ মুলুকে।

আগামী ১৮-২২ জুন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (ICC World Test Championship Final) খেলবে। এরপর কোহলি অ্যান্ড কোং জো রুটের (Joe Root) ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শুক্রবার সন্ধ্যায় দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। জাতীয় দলের নির্বাচকরা শক্তিশালীব ১৮ সদস্যের স্কোয়াড বেছে নিলেন। প্রত্যাশা মতো দলে ফিরলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। দলে জায়গা হলো না হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। দেখতে গেলে কোর টেস্ট টিমটাই ধরে রাখল ভারত।

আরও পড়ুন: COVID-19: যাঁদের কেনার সামর্থ নেই তাঁদের হাতে N95 Mask তুলে দেবেন R Ashwin

ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (Virat Kohli), অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) রোহিত শর্মা (Rohit Sharma), শুভমান গিল (Shubman Gill), ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), হনুমা  বিহারী (Hanuma Vihari), ঋষভ পন্থ (Rishabh Pant), আর অশ্বিন (R Ashwin), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ইশান্ত শর্মা (Ishant Sharma), মহম্মদ শামি (Mohammed Shami), মহম্মদ সিরাজ (Mohammed Siraj), শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও উমেশ যাদব (Umesh Yadav)। 

স্ট্যান্ড বাই হিসাবে দলের সঙ্গে যাচ্ছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান ও আরজান নাগওয়াসাল্লা। যা দেখা যাচ্ছে শাস্ত্রীর ১৮ জনের স্কোয়াডে আপাতত উইকেটকিপার হিসাবেই শুধুই রয়েছেন পন্থ। ফিটনেসের জন্য আটকে রয়েছেন কেএল রাহুল (KL Rahul) ও ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। রাহুল অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচারের পর ফিট হতে পারেন কি না, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্য়দিকে বঙ্গজ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধি লড়াই করছেন কোভিডের সঙ্গে। ফলে এই দুই ক্রিকেটারের লন্ডনের উড়ান ধরা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

 

.