শেষ আটে ইতালি, স্পেন

ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল ইতালি। গ্রুপের একেবারে শেষ দল আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্র্যানডেলির দল। লড়াই করেও শেষ আটে যাওয়া হলনা ক্রোয়েশিয়ার। স্পেনের কাছে দুরন্ত লড়াই করেও ১-০ গোলে হেরে বিদায় ক্রোটদের।

Updated By: Jun 19, 2012, 10:23 AM IST

ইউরো কাপের শেষ আটে পৌঁছে গেল ইতালি। গ্রুপের একেবারে শেষ দল আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্র্যানডেলির দল। ম্যাচের ৩৫ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করে ইতালিকে এগিয়ে দেন অ্যান্তোনিও ক্যাসানো। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও লড়াই অব্যাহত ছিল আজুরিবাহিনীর। ত্রাপাত্তোনি বনাম ইতালি-পোজনানে জমে উঠেছিল লড়াই। ম্যাচের একেবারে শেষ মূহুর্তে কর্নার থেকে দুর্ধর্ষ গোল করে ইতালির জয় নিশ্চিত করেন ম্যানসিটি তারকা বালোটেলি।
লড়াই করেও শেষ আটে যাওয়া হলনা ক্রোয়েশিয়ার। স্পেনের কাছে দুরন্ত লড়াই করেও ১-০ গোলে হেরে বিদায় ক্রোটদের। ম্যাচের প্রথম থেকেই বিশ্বসেরা স্পেনের সমান সমানে টক্কর দিচ্ছিলেন মদ্রিচ-ম্যানজুকিচরা। প্রথমার্ধে ক্রোটদের ডিফেন্স ভাঙা দূরে থাকা, নিজেদের ডিফেন্স সামলাতেই ব্যস্ত ছিলেন পিকে-রামোসরা। দ্বিতীয়ার্ধেও একই ফর্ম অব্যাহত বিলিচের ক্রোয়েশিয়ার। ইনিয়েস্তা-জাভিদের যবতীয় চেষ্টা শেষ হয়ে যাচ্ছিল ক্রোট বক্সের সামনেই। অবশেষে ম্যাচের অষ্টাশি মিনিটে নাভাস গঞ্জালেসের বিতর্কিত গোলে জয় পায় স্প্যানিশ আর্মাডা। শেষ আটের টিকিট কেটে ফেলল ডেল বস্কের দল।

.