বিদায় রিয়াল, ফাইনালে বার্সার সামনে জুভেন্তাস
জুভেন্তাস (১) রিয়াল মাদ্রিদ (১)।। দু লেগ মিলিয়ে মোট হিসাব-জুভেন্তাস (৩) রিয়াল মাদ্রিদ (২)
ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদে জুভেন্তাসের সঙ্গে ম্যাচ ১-১ ড্র হলেও প্রথম লেগে মিলানে ১-২ হারায় রোনাল্ডোদের পরপর দুবার ফাইনালে ওঠার স্বপ্নে ইতি পড়ে গেল। আগামী ৬ জুন ইউরোপের এক নম্বর প্রতিযোগিতার ফাইনালে দেখা যাবে স্পেনের বার্সেলোনা ও ইটালির জুভেন্তাসকে।
এদিন দ্বিতীয় লেগে ঘরের মাঠে রোনাল্ডোরা ১-০ ব্যবধানে জিতলেই ফাইনালে উঠে যেতেন। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে রোনাল্ডোর গোলে রিয়ালকে একেবারে সুবিধাজনক জায়গায় নিয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলার গতির কিছুটা বিপরীতেই জুভেন্তাসকে সমতায় ফেরান মার্তা। গতবারের ফাইনালে রিয়ালের হয়ে খেলা এই মার্তা প্রথম লেগেও মিলানে তার পুরনো দলের বিরুদ্ধে গোল করেছিলেন।
মার্তার গোলের পর গোলা মাদ্রিদ একেবারে নিশ্চুপ হয়ে যায়। পুরোপুরি আক্রমণের চলে যায় আন্সেলোত্তির দল। কিন্তু ইতালির আন্সেলোত্তির দল ইতালির বিখ্যাত ডিফেন্সের সুনাম থাকা জুভেন্তাসের রক্ষণ ভাঙতে পারেনি।