মোহনবাগানে কোচ বিতর্ক অব্যাহত

টেকনিক্যাল কমিটি নিয়ে বুধবারও কোচের সঙ্গে যোগাযোগ করেননি কোনও মোহনবাগান কর্তা।টেকনিক্যাল কমিটি যে তাঁর উপর চাপ বাড়ানোরই পন্থা,তা বুঝতে অসুবিধা হচ্ছে না ডার্বির। এব্যাপারে কথাও বলেছেন ইউ বি-র প্রতিনিধিদের সঙ্গে।দীর্ঘদিন ধরে পেশাদারি কোচিংয়ে আছেন।

Updated By: Oct 13, 2011, 03:33 PM IST

টেকনিক্যাল কমিটি নিয়ে বুধবারও কোচের সঙ্গে যোগাযোগ করেননি কোনও মোহনবাগান কর্তা।টেকনিক্যাল কমিটি যে তাঁর উপর চাপ বাড়ানোরই পন্থা,তা বুঝতে অসুবিধা হচ্ছে না ডার্বির।এব্যাপারে কথাও বলেছেন ইউ বি-র প্রতিনিধিদের সঙ্গে।দীর্ঘদিন ধরে পেশাদারি কোচিংয়ে আছেন।আগে কখনও এই পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি।নিজেই স্বীকার করছেন,এই পরিস্থিতিতে একদমই তাঁর কাজ উপভোগ করছেন না।মোহনবাগান কর্তারা অবশ্য বলছেন,ক্লাবের প্রশাসনিক সিদ্ধান্ত কোচকে জানানোর কোনও দরকারই নেই। ডার্বি এখনই তার দায়িত্ব থেকে সরতে নারাজ।জানাচ্ছেন মোহনবাগান কর্তাদের বিরুদ্ধে লড়াই জিতেই তিনি কোন সিদ্ধান্ত নিতে চান।তবে মোহনবাগান ক্লাব সূত্রের খবর,আগামী কয়েকদিনের মধ্যেই ইউ বির প্রতিনিধিদের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দিয়ে দেবেন ডার্বি।

Tags:
.