২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইস্তানবুলে, ইউরো কাপ ফাইনাল ওয়েম্বলিতে
২০২০ সালের ইউরো কাপের সূচিও হয়ে গেল উয়েফার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে।
নিজস্ব প্রতিবেদন : ১৫ বছর পর আবার তুরস্কে ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে। ওই বছর ইউরোপা লিগের ফাইনাল হবে পোলান্ডের এরিনা গনস্কে এবং উয়েফা সুপার কাপ হবে পোর্তোর এস্তাদিও দু দ্রাগাও-তে।
OFFICIAL: The 2019/20 #UELfinal will be held in the Arena Gdańsk in Poland pic.twitter.com/m88F9aNVRY
— UEFA (@UEFA) May 24, 2018
আরও পড়ুন- বিমুখ ব্রাজিল! ফুটবলে অনীহা দেখাচ্ছে 'ফুটবলের দেশ'
#UEFAExCo BREAKING: The Estádio do Dragão in Porto will host the 2019/20 UEFA Super Cup pic.twitter.com/vbrn83TFUA
— UEFA (@UEFA) May 24, 2018
শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বসছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আসর। তার আগে উয়েফার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলি নেওয়া হয়েছে। ২০০৫ সালে শেষ বার ইস্তানবুল দেখেছিল চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম চিত্তাকর্ষক ম্যাচটি। লিভারপুল বনাম এসি মিলানের সেই ম্যাচে বিরতিতে ৩-০ তে এগিয়েছিল মিলান। শেষ পর্যন্ত টাইব্রেকারে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় লিভারপুল। ২০২০ সালে ফের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আসর বসতে চলেছে ইস্তানবুলে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হবে মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে।
BREAKING: Atatürk Olimpiyat Stadı in Istanbul has been selected to host the 2019/20 #UCLfinal #UEFAExCo pic.twitter.com/24N0rGL97z
— UEFA (@UEFA) May 24, 2018
২০২০ সালের ইউরো কাপের সূচিও হয়ে গেল উয়েফার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে। ২০২০ সাল থেকেই ইউরোপের বিভিন্ন দেশের ১২টি শহর একযোগে ইউরো কাপের আয়োজন করবে। ২০২০ সালের ১২জুন রোমের স্তাদিও অলিম্পিকোতে উদ্বোধনী ম্যাচ। ১২ জুলাই, ২০২০ ইউরো কাপের ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।