কলকাতাকে হারিয়ে মন জিতল 'দিল্লিওয়ালে'

নামলেন। খেললেন। কিন্তু মন জয় করতে পারলেন না রবার্তো কার্লোস। কিন্তু কলকাতা থেকে জয় ছিনিয়ে নিয়ে গেলেন দিল্লির এই মার্কি ম্যানেজার।

Updated By: Oct 30, 2015, 02:32 PM IST
কলকাতাকে হারিয়ে মন জিতল 'দিল্লিওয়ালে'

ব্যুরো: নামলেন। খেললেন। কিন্তু মন জয় করতে পারলেন না রবার্তো কার্লোস। কিন্তু কলকাতা থেকে জয় ছিনিয়ে নিয়ে গেলেন দিল্লির এই মার্কি ম্যানেজার।

ব্রাজিলীয় বিশ্বকাপারের খেলা যুবভারতির কাছে নতুন কিছু নয়। কিন্তু রবার্তো কার্লোস মানেই প্রত্যাশার পারদটা অন্য জায়গায় থাকে। সে তিনি যতই অবসর নিয়ে কোচ হয়ে যান না কেন। তাই এটিকের বিরুদ্ধে তেষট্টি মিনিটে রবার্তো কার্লোস মাঠে নামতেই নড়েচড়ে বসেছিলেন যুবভারতীর দর্শকরা। সাইডলাইন ধরে দুরন্ত ওভারল্যাপের প্রত্যাশা হয়ত ছিল না। কিন্তু আশা ছিল পুরনো কিছু ঝলক দেখার। সে আশা পূর্ণ হল না। কারণ বয়স তাঁকে কোচের চেয়ারে বসিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করে ফেলেছে। একটা ফ্রি-কিক পেলে হয়তো সেই বানানা শট দেখানোর একটা চেষ্টা করতে পারতেন কার্লোস। কিন্তু সেই ফ্রি-কিকটাও পেল না দিল্লি ডায়নামোস। ফলে ব্যর্থ মনোরথ হয়েই ফিরতে হল যুবভারতীর দর্শকদের।

.