ISL 2021-22, SCEB VS MCFC: তিলক ময়দানে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট

নিজস্ব প্রতিবেদন: আইএসএলের (ISL 2021-22) প্রথম লেগের শেষ ম্য়াচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হয়েছিল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Mumbai City FC)। শুক্রবার গোয়ার তিলক ময়দানে যথাসাধ্য চেষ্টা করেও গোলের দেখা পেল না কোনও দলই। গোলশূন্য ড্র হল ম্যাচ। ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট।

আরও পড়ুন: উঠে গেল নির্বাসন! খেলতে পারবেন Kusal Mendis, Niroshan Dickwella, Danushka Gunathila

আরও পড়ুন: MS Dhoni: 'এখনও হৃদয় জিতছে ৭'! ধোনির উপহারে আবেগে ভাসছেন পাক পেসার

এই নিয়ে টানা তিন ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গল। গতবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে কাঁধে-কাঁধ মিলিয়ে লড়াই করল লাল-হলুদ। এসসি ইস্টবেঙ্গলের এই মরশুমে এটিই দ্বিতীয় ক্লিনশিট। দুরন্ত ফুটবল খেলে ম্যাচের সেরা হলেন এসসি ইস্টবেঙ্গলের সৌরভ দাস। এসসি ইস্টবেঙ্গল ধীরে ধীরে ফর্মে ফিরছে একথা বলাই যায়। আগামী ১১ জানুয়ারি জামেশদপুরের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। রেনেডি সিংয়ের বদলে সম্ভবত ডাগআউটে থাকতে পারেন মারিও রিভেরা। মানলো দিয়াজের (Manolo Diaz) জায়গায় ইস্টবেঙ্গলে কামব্যাক করেছেন রিভেরা। এখন দেখার তিনি টেবিলের লাস্ট বয়কে কতটা উপরের দিকে তুলে ধরতে পারেন!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

English Title: 
ISL 2021-22, SC East Bengal vs Mumbai City FC LIVE Score : Match ended in goalless draw
News Source: 
Home Title: 

ISL 2021-22, SCEB VS MCFC: তিলক ময়দানে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট

ISL 2021-22, SCEB VS MCFC: তিলক ময়দানে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট
Caption: 
এসসি ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি
Yes
Is Blog?: 
No
Section: