ISL 2021-22: কোভিডের জন্য এ বার স্থগিত ATK Mohun Bagan বনাম Kerala Blasters ম্যাচ

এই নিয়ে সবুজ-মেরুনের তিনটি ম্যাচ বাতিল হল। 

Updated By: Jan 19, 2022, 09:33 PM IST
ISL 2021-22: কোভিডের জন্য এ বার স্থগিত ATK Mohun Bagan বনাম Kerala Blasters ম্যাচ
অনুশীলন করলেও ম্যাচ খেলতে পারবেন না রয় কৃষ্ণা। ছবি: এটিকে মোহনবাগান

নিজস্ব প্রতিবেদন: ফের একবার কোভিডের (Covid 19) ধাক্কায় স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ম্যাচ। তবে এ বার সবুজ-মেরুন শিবির কোভিডে আক্রান্ত নয়। বরং বিপক্ষ দল কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) একাধিক ফুটবলার মারণ ভাইরাসে আক্রান্ত। সেই জন্য বুধবার সাংবাদিক সম্মেলনও করেনি কেরল। এমনকি অনুশীলনেও নামেনি লিগের শীর্ষে থাকা দল। তাই শেষ পর্যন্ত এই ম্যাচ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিল এফএসডিএল (FSDL)।

কোভিড হানার জন্য সবুজ-মেরুন শিবির আতঙ্কিত। সেটা মেনে নিলেন ফেরান্দো। এ দিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে স্প্যানিশ কোচ বলেন, “ একটানা ১০ দিন হোটেলের ঘরে বন্দি থাকার পর অনুশীলন শুরু হয়েছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রত্যেকের জন্যই মানিয়ে নেওয়া খুব কঠিন। একটা ম্যাচ খেলার পরই হয়তো আবার সবাই ছন্দে ফিরবে।“ দুই সপ্তাহে পরপর দুটো ম্যাচ পিছিয়ে যায়। ফুটবলারদের মনোবলেও ধাক্কা দেয়। ফেরান্দো সেটা মনে করিয়ে দিয়ে বলেন, “মানসিক ভাবে প্রস্তুত থাকার পরও ম্যাচ স্থগিত হয়ে যায়। এক অদ্ভূত পরিস্থিতি। সেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা সবাই চলেছি। ঘরের মধ্যে অনেকটা সময় কাটানো মোটেই সহজ কথা নয়। তবে আমরা পেশাদার। প্রত্যেক দিন সকালে নিজেরা আলোচনা করি। ম্যাচের পরিস্থিতি বুঝে স্ট্র্যাটেজি সাজাই। সবচেয়ে বড় কথা, অবশেষে কাল আমরা মাঠে নামছি।’ তবে শেষ পর্যন্ত বিপক্ষ শিবির কোভিডে জেরাবার। তাই ইচ্ছা থাকলেও সবুজ-মেরুনের মাঠে নামা হচ্ছে না।

আরও পড়ুন: Exclusive: INDvsWI: লড়াই করে Rohit-এর Team India-র তিনটি ম্যাচ ছিনিয়ে নিল Eden Gardens

আরও পড়ুন: Sania Mirza: Australian Open থেকে বিদায় নিয়ে অবসরের সিদ্ধান্ত নিলেন টেনিস সুন্দরী

টানা ১০ দিন হোটেলবন্দি থাকার পর মাঠে নেমেছিলেন রয় কৃষ্ণা, শুভাশিস বসুরা। কোভিড ক্লান্তি কাটিয়ে ছন্দে ফেরাই লক্ষ্য বাগান কোচ জুয়ান ফেরান্দোর। এটিকে মোহনবাগান ম্যাচের জন্য তৈরি থাকলেও, কেরল ব্লাস্টার্সকে নিয়ে ছিল সংশয়। করোনার ধাক্কায় মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কেরলের ম্যাচ আগেই স্থগিত হয়ে গিয়েছিল। গত ১২ জানুয়ারি ওডিশা এফসিকে হারানোর পর আর মাঠেই নামেননি খাবরা-নিশু কুমরারা। দলের বেশ কয়েকজন ফুটবলারের কোভিড রিপোর্ট পজিটিভ ছিল। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের আগের দিনও প্রস্তুতি সারতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ১৫ জনের দল নামাতে না পারলে স্থগিত যাবে ম্যাচ। তাই শেষ পর্যন্ত এই ম্যাচ স্থগিত করে দেওয়া হল।

এর আগে ভাইরাস হানার জন্যই এটিকে মোহনবাগানের দুটি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। ওডিশা এফসি ও বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মাঠে নামতে পারেনি সবুজ-মেরুন বাহিনী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.