ISL 2020-21: বড় শাস্তি লাল হলুদ কোচের, ডার্বিতে ডাগআউটে নেই Fowler

১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন ১০ নম্বরে লাল-হলুদ।

Updated By: Feb 3, 2021, 10:57 PM IST
ISL 2020-21: বড় শাস্তি লাল হলুদ কোচের, ডার্বিতে ডাগআউটে নেই Fowler

নিজস্ব প্রতিবেদন: ইঙ্গিত মিলেছিল আগেই। ম্যাচ রেফারি ও ম্যাচ কমিশনারকে অপমানজনক মন্তব্য করেছিলেন এসসি ইস্ট বেঙ্গলের (SC East Bengal) কোচ রবি ফাউলার (Robbie Fowler)। রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে ফাউলারকে নিয়ে আলোচনায় বসে ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। তারপরেই ৪ ম্যাচ নির্বাসন ও পাঁচ লক্ষ টাকা জরিমানা 'শাস্তি' দেওয়া হয়েছে ফাউলারকে। 

৪ ম্যাচ নির্বাসিত হওয়ায় জামশেদপুর, হায়দরাবাদ, এটিকে মোহনবাগান ও নর্থ ইস্ট ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ফাউলার (Robbie Fowler)। ফলে, ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগের ডার্বিতে ডাগআউটে নেই রবি ফাউলার। যা একটু হলেও চাপে রাখবে লাল হলুদ শিবিরকে। 

আরও পড়ুন - ISL 2020-21: হার SC East Bengal-এর, প্রথম লেগের বদলা নিল সুনীলরা

শেষ চারের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) । ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন ১০ নম্বরে লাল-হলুদ। জানা গিয়েছে, নির্বাসন কাটিয়ে মাঠে ফিরলেও ফাউলারের উপর কড়া নজরদারি রাখবে ফেডারেশন।

আরও পড়ুন - ISL 2020-21: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য, বহিষ্কৃত Odisha FC কোচ

.