Rishabh Pant Accident: 'পন্থের অ্যাক্সিডেন্ট হয়েছে!', খারাপ খবর শুনে কী করলেন ঈশান কিশান? দেখুন ভাইরাল ভিডিয়ো
পন্থের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে বোর্ড। চিকিৎসার জন্য বোর্ডের তরফে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ম্যাক্স হাসপাতালের যে সব চিকিৎসক পন্থের শুশ্রূষা করছেন, তাঁদের সঙ্গে বোর্ডের মেডিক্যাল টিম যোগাযোগ রাখছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর দুর্ঘটনার (Rishabh Pant Car Accident) কবলে ঋষভ পন্থ (Rishabh Pant)। দেরাদুনের ম্য়াক্স হাসপাতালে ভর্তি তিনি। গাড়ি দুর্ঘটনায় পিঠ-সহ শরীরের একাধিক জায়গা পুড়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার (Team India) উইকেটকিপারের। মুখে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। তবে শোনা যাচ্ছে, পরবর্তী চিকিৎসার জন্য পন্থকে দেরাদূন থেকে উড়িয়ে নিয়ে আসা হতে পারে দিল্লিতে। তাঁকে দিল্লির এএইএমস-এ ভর্তি করানো হতে পারে। সেই ঘটনা গোটা দুনিয়া জেনে ফেলেছে। তবে বন্ধুর দুর্ঘটনার খবর অনেক পরে পেয়েছিলেন ঈশান কিশান। এবং খারাপ খবরটা পেয়েই একেবারে চমকে গিয়েছিলেন মারকুটে ব্যাটার-উইকেটকিপার। পন্থের দুর্ঘটনার খবর পাওয়ার ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।
পন্থের চোট পাওয়ার দিন সকালে ঝাড়খণ্ডের হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছিলেন ঈশান। তাও আবার নিজের হোমটাউন রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে চলছিল সেই ম্যাচ। 'লোকাল বয়'-কে দেখতে গ্যালারি সকাল থেকেই ভরে উঠেছিল। সমর্থকদের উৎসাহ বাড়ানোর জন্য তাদের সঙ্গে সেলফি তুলতে ও অটোগ্রাফ দিতে বাউন্ডারি লাইনের ধারে চলে আসেন ঈশান। এক ব্যক্তির মোবাইল হাতে নিয়ে ঈশান সেলফি তুলছিলেন। ঠিক সেই সময় গ্যালারিতে থাকা এক সমর্থক বলে ওঠেন, 'ঈশান ভাই ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট হয়েছে!'
— Avishkar (@twstopsfreespch) December 30, 2022
সেই কথা কানে আসতেই চমকে ওঠেন ঈশান। অবাক হয়ে বলে ফেলেন, 'কী বলছেন!' যদিও এরপর ঈশানকে সমর্থকরা খেলায় মন দিতে বলেন। যদিও পন্থের দুর্ঘটনার খবর শুনে ঈশান শান্ত থাকতে পারেননি। দিনের খেলা শেষ হওয়ার পরেই পন্থের আরোগ্য কামনা করে টুইট করেন ঈশান। লিখেছেন, 'দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে এসো। তোমার জন্য প্রার্থনা করছি। এবার আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। তোমার জন্যই ভাবছি।'
এদিকে পন্থের সঙ্গে থাকা মেডিকেল টিমের এক সদস্য বলেছেন, 'অর্থোপেডিক বিভাগের ডঃ গৌরব গুপ্তার অবস্থার পর্যবেক্ষণ করছেন। পন্থ স্থিতিশীল, কোনও প্রাণঘাতী চোটে ভুগছেন না। হাসপাতালে ওর সঙ্গে রয়েছেন ওর মা।' ফলে আহত পন্থ যদি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (AUS vs IND Test Series) চার ম্যাচের টেস্ট সিরিজ ও দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে আইপিএল (IPL 2023) না খেলতে পারেন, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
আরও পড়ুন: Rishabh Pant Accident: ক্ষত-বিক্ষত পন্থকে ফিরিয়েছেন মৃত্যুমুখ থেকে, পুরস্কৃত বাস ড্রাইভার সুশীল
আরও পড়ুন: Rishabh Pant Accident: 'গাড়িটা আস্তে চালাবি', পন্থকে আগেই সাবধান করেছিলেন ধাওয়ান
Praying for you to recover soon @RishabhPant17 Get well soon and come back stronger like you always have my brother Thinking about you.
— Ishan Kishan (@ishankishan51) December 30, 2022
তারকা উইকেটকিপারের চোটের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এইমস-হৃষীকেশের স্পোর্টস ইনজুরি বিভাগের প্রধানডক্টর কামার আজম বলেছেন, 'লিগামেন্টের চোট থেকে সেরে উঠতে পন্থের কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় লাগবে। এবং যদি এটি গুরুতর হয়, তবে ওর আরও সময় লাগতে পারে। ওর বিশদ ইনজুরি রিপোর্টের ভিত্তিতে আরও মূল্যায়ন করা যেতে পারে।'
বিসিসিআই-এর তরফ থেকে একটি বিবৃতিতে লেখা হয়েছে, 'ঋষভ পন্থের কপালের দু'টি জায়গায় ক্ষত রয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। এমনকি ওর ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের পাতায় চোট রয়েছে। পন্থের পিঠের পিছনের দিকেও মারাত্মক চোট রয়েছে। তবে গুরুতর জখম হলেও এখন অনেকটা ভালো আছেন পন্থ। প্রাথমিকভাবে তাঁকে দেরাদূনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে আরও ভালো চিকিৎসার জন্য পন্থকে দেরাদূনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।' সেই প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, 'বিসিসিআই ঋষভ এবং ওর পরিবারের পাশে রয়েছে। এবং প্রতি মুহূর্তে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।'
পন্থের পরিবারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে বোর্ড। চিকিৎসার জন্য বোর্ডের তরফে একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। এই মুহূর্তে ম্যাক্স হাসপাতালের যে সব চিকিৎসক পন্থের শুশ্রূষা করছেন, তাঁদের সঙ্গে বোর্ডের মেডিক্যাল টিম যোগাযোগ রাখছে। পন্থ যাতে সেরা চিকিৎসা পান সেটা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে বোর্ডে তরফে। এই ভয়ঙ্কর মুহূর্ত কাটিয়ে পন্থ যাতে দ্রুত বাইশ গজের যুদ্ধে ফিরতে পারেন, সেটার জন্য সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বোর্ডের তরফে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ। ২০ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রোড়পতি লিগ। চলবে ২৮ মে পর্যন্ত। এমন দুই মারকাটারি ইভেন্টের আগে পন্থ পুরো ফিট হতে পারবেন না। এমনটাই মনে করছেন এই অভিজ্ঞ শল্যচিকিৎসকরা। ঘরের মাঠে ও বিদেশে ভারতের টেস্ট জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন পন্থ। তাই তিনি মাঠের বাইরে থাকলে ভারতীয় দল ও দিল্লি ক্যাপিটালস বড় ধাক্কা খাবে। সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই।