Kolkata Knight Riders: লখনউয়ের বিরুদ্ধে হেরেও কি কলকাতা প্লেঅফে যেতে পারবে?
১০ দলীয় আইপিএলের পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থান আট নম্বরে। ১১ ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অ্য়ান্ড কোং। হারতে হয়েছে সাত ম্যাচে। কলকাতার ঝুলিতে মাত্র আট পয়েন্ট।
নিজস্ব প্রতিবেদন: লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants, LSG) কাছে বড় ব্যবধানে হেরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders, KKR)। এই হারের সঙ্গেই কলকাতার প্লে-অফে ওঠার স্বপ্ন কার্যত শেষ হয়ে গিয়েছে।
১০ দলীয় আইপিএলের পয়েন্ট টেবিলে কলকাতার অবস্থান আট নম্বরে। ১১ ম্যাচের মধ্যে মাত্র ৪টি ম্যাচ জিতেছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অ্য়ান্ড কোং। হারতে হয়েছে সাত ম্যাচে। কলকাতার ঝুলিতে মাত্র আট পয়েন্ট। দেখতে গেলে লখনউ ম্যাচ ও আগামী তিন ম্যাচ জিতলেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অ্যান্ড কোংয়ের প্লে-অফের স্বপ্ন জিইয়ে থাকত। সেখানে লখনউয়ের কাছে ৭৫ রানে হেরে কেকেআরের প্লে-অফের স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছে! বলাই বাহুল্য যে, কলকাতার শেষ চারে যাওয়ার রাস্তা অত্যন্ত কঠিন হয়ে গেল!
কেকেআর যদি আমাগী তিন ম্যাচও জেতে তাহলে, তাদের পয়েন্ট হবে ১৪। শেষ চারে যাওয়ার জন্য যা একেবারেই যথেষ্ট নয়। দিল্লি-হায়দরবাদ ও পঞ্জাবের পয়েন্ট এখন ১০। ফলে কেকেআরের কোয়াইফাই করা রীতিমতো কঠিন। শ্রেয়সদের অপেক্ষা করতে হবে লড়াইয়ে থাকা বাকি দলগুলির শেষের কয়েকটা ম্যাচে হারের জন্য। কেকেআরের নেট রান রেটও অত্যন্ত খারাপ, -০.৩০৪। ফলে লড়াই আরও কঠিন হয়ে গিয়েছে আইয়ারদের।
আরও পড়ুন: Debangshu Bhattacharya On KKR: 'কোটি কোটি টাকা দিয়ে আলু,বাঁধাকপি কিনেছেন, একটাও কম্মের না!'
আরও পড়ুন: KKR: লখনউয়ের কাছে ৭৫ রানে হার! কেকেআরের প্লে-অফের আশা কার্যত শেষ